বি সি কে, কলকাতা: শুধু রাজ্য সরকারই নয়, খোদ মুখ্যমন্ত্রীকেও সংযত হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমন কি CAA এবং NRC এর বিরোধীতা করে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারকে রীতিমত ভৎর্সনা করেন কলকাতা হাইর্কোট ।
উল্লেখ্য, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আইনজীবী স্মরজিৎ রায় চৌধুরী রাজ্য সরকারের গাফিলতি নিয়ে মামলা দায়ের করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেন যে 18 ডিসেম্বর সবিস্তারে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তা জানাতে। রাজ্য সরকারের পক্ষে এডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছিলেন, রাজ্য সরকার 931 জনকে গ্রেফতার করেছে। সদা সতর্ক আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, যা করার তাই করেছে রাজ্য সরকার। এমনকি রাজ্যের মধ্যে যতগুলি রেলস্টেশন আছে তার মধ্যে মাত্র 5-7 টির পরিস্থিতি আয়ত্তের বাইরে গিয়েছিল, বাকিগুলি ঠিকঠাক আছে। যদিও রেলস্টেশনের দায়িত্ব রেল সুরক্ষা বাহিনীর।ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় রেল এর পক্ষ থেকে যে ধরনের সাহায্য চাওয়া হয়েছিল, তা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল।
মামলাকারী আইনজীবী স্মরজিৎবাবু রাজ্যের এই রিপোর্ট ন্যাসাৎ করে বলেন, 18 তারিখ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের রিপোর্ট পেশের পর 19 তারিখ হাওড়ার জেলাশাসক নবান্ন কে রিপোর্ট দেয়, কিছু অঞ্চলে দাঙ্গার সম্ভাবনা রয়েছে। তারপরই জেলার বিভিন্নস্থানে নেট বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়,রাজ্যের মুখ্যমন্ত্রী নাগরিক সংশোধনী বিল(CAB) আইনে এ পরিণত হওয়ার পরও আলপটকা মন্তব্য করে চলেছেন যা সাংবিধানিক রীতিনীতির বাইরে। এই পরিপ্রেক্ষিতেই আদালত সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।