ভারতীয় কিষান সঙ্ঘের পশ্চিমবঙ্গ প্রান্তের মুখপত্র ‘ভারতীয় কিষান বার্তা’ প্রকাশের পথে, আগামী নববর্ষের প্রাক-পর্বে এই পত্রিকা প্রকাশিত হবে। কুড়ি পাতার এই প্রথম ও প্রস্তুতি সংখ্যায় থাকবে ভারতীয় কিষান সঙ্ঘের পরিচিতি, তার প্রতিষ্ঠার ইতিহাস, ভারতীয় কিষান সঙ্ঘ প্রতিষ্ঠার মূল কারিগর দত্তপন্থ ঠেংড়িজীর জীবনী, কিষান সঙ্ঘের আরাধ্য দেবতা শ্রীবলরাম সম্পর্কিত তথ্য, আবাস-সন্নিহিত পুষ্টি-বাগান কীভাবে জৈব-পদ্ধতিতে রচনা করা যাবে এবং তার ফসল-চক্র, বাঙ্গলার কৃষি বারোমাস্যায় থাকবে কোন মাসে কোন ফসল কীভাবে চাষ করা যায় তার বিস্তারিত তথ্য [বৈশাখ মাস থেকে কার্তিক পর্যন্ত; পরের সংখ্যা নবান্নের মাসে (১লা অগ্রহায়ণ) প্রকাশিত হবে, সেখানে বাকি পাঁচ মাসের ফসল-পঞ্জি প্রকাশিত হবে]। আর অবশ্যই থাকছে নববর্ষের তাৎপর্য নিয়ে ও জাতীয়তাবাদের নিরিখে সম্পাদকীয়; থাকছে পশ্চিমবঙ্গ প্রান্তের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠন সম্পাদকের বার্তা ও প্রতিবেদন, থাকবে রাজ্য-কার্যকারণী সদস্যদের নাম ও যোগাযোগের জন্য চলভাষ সংখ্যা, থাকবে সাম্প্রতিক সময়ে কিষান সঙ্ঘের কাজের খতিয়ান। সম্পাদনা করেছেন কৃষি-বিজ্ঞানী তথা ভারতীয় কিষান সঙ্ঘের রাজ্য প্রচার-প্রমুখ ড. কল্যাণ চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.