পরিষেবা প্রতি ₹২০? এমনই মেসেজ সম্প্রতি ভাইরাল হয়েছে।

ই-KYC করার নির্দেশ এখনও বন্ধ হয়নি। কখনও ই-ওয়ালেটে আবার কখনও নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, আধার সংযুক্তিকরণের নির্দেশ আজও পান গ্রাহকরা। তবে ই-KYC প্রতি চার্জ দেওয়ার নির্দেশ সম্প্রতি শুরু হয়েছে। আধার কর্তৃপক্ষ বা UIDAI মারফত নয়, হোয়াটসঅ্যাপ মারফত।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক মেসেজে দাবি, এবার থেকে প্রতি ই-KYC তথ্য অনুসন্ধানে ₹২০ করে চার্জ দিতে হবে দেশের নাগরিকদের। হ্যাঁ/না অথেনটিকেশনেও ৫০ পয়সা চার্জ লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.