করোনাকালে ভোট বাংলায়, প্রস্তুতি দেখতে ফের রাজ্যে উপ নির্বাচন কমিশনার

বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়েছে। করোনাকালেও কোমর-বেঁধে নরিব্চানয়ী ময়দানে শাসক-বিরোধী সব-পক্ষ। একুশের ভোটের জন্য কতটা তৈরি বাংলা? ভোট-যুদ্ধে নামার আগে আরও কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?

সব কিছুই এবার খতিয়ে দেখতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। ভোটার-তালিকা-সহ নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী ১২ ও ১৩ জানুয়ারি কলকাতায় আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।

বিধানসভা ভোট আসন্ন। বাংলার রাজনৈতিক পরিমণ্ডলও দিন যত এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলা। রাজ্য দখলের লড়াইয়ে ময়দানে শাসক-বিরোধীরা। করোনাকালে এর আগেই বিহারে বিধানসভা ভোট হয়েছে।

সংক্রমণ এড়িয়ে ভোটপর্ব চালাতে জোরদার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল নির্বাচন কমিশনকে। বিহারে সাফল্যের সঙ্গে কাজ করেছে কমিশন। করোনা-বিধি মেনে বিহারে ভোট-পর্ব মিটেছে। তবে বিহার-ভোটে করোনা বিধি মানা নিয়ে নানা অভিযোগও রয়েছে। বেশ কিছু এলাকায় কোভিড-প্রোটোকলকে বুড়ো আঙুল দেখিয়ে ভোট-পর্ব চলেছে বলে দাবি একাংশের।

মোটের উপর করোনাকালে বিহার-ভোট পরিচালনায় পাস-মার্ক পেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার নজর বাংলায়। দেশজুড়ে করোনা-হামলা এখনও জারি। গোদের উপর বিষফোঁড়ার মতো করোনার নয়া স্ট্রেন এখন চোখ রাঙাচ্ছে।

প্রতিদিন বিশ্বের নানা প্রান্তে করোনার নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদেশেও করোনার এই নয়া ভাইরাসে আক্রান্ত অনেকে। খাস কলকাতা শহরেই ব্রিটেন ফেরত যুবকের শরীরে মেলে করোনার এই নয়া স্ট্রেন। সব মিলিয়ে এই আবহেই এবার বাংলায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে।

এবার এরাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। একুশের ভোটের জন্য কতটা তৈরি বাংলা? ভোট-যুদ্ধে নামার আগে আরও কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?

সব কিছুই এবার খতিয়ে দেখতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। ভোটার-তালিকা-সহ নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী ১২ ও ১৩ জানুয়ারি কলকাতায় আসছেন উপ নির্বাচন কমিশনার। রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বিধানসভা ভোট নিয়ে আলোচনা করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.