বছরের শেষ দিনও বাংলার জেলায় জেলায় দাপট দেখাল করোনা

বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী,কোন জেলায় কতজন আক্রান্ত আর কতজনেরই বা মৃত্যু হয়েছে৷ কতজন সুস্থ হয়ে উঠেছেন৷

একনজরে রইল স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান৷

উত্তর ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ২৯০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১ লক্ষ ১৬ হাজার ৭৩১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩১৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৩৬০ জন৷

একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২,৩৩৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে ২,০৩৮ জন৷

হাওড়া- নতুন আক্রান্ত ৬২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩৪,৬২৫ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯২ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩২,৯৫৫ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১,০০৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে ৬৬৬ জন৷

হুগলি – একদিনে আক্রান্ত ৪০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২৮,৪৯০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ২৭,২৬৪ জন৷ গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৪৫৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭৬৮ জন৷

দক্ষিণ ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ৫০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩৬,০০৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩৪,৯৯৫ জন৷ মোট মৃতের সংখ্যা ৬৭৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৩৭ জন৷

পশ্চিম বর্ধমান-একদিনে আক্রান্ত ৫৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১৫,৪৫৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৪,৭৫১ জন৷ মোট মৃতের সংখ্যা ১৫৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৫৩ জন৷

পূর্ব বর্ধমান- একদিনে আক্রান্ত ৩০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১২,২৫৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ জন৷ মোট সুস্থ হয়েছেন ১১,৯২১ জন৷ মোট মৃতের সংখ্যা ৯৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৩৯ জন৷

পূর্ব মেদিনীপুর- একদিনে আক্রান্ত ৪৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২০,০৮৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৯,২৭০ জন৷ মোট মৃতের সংখ্যা ২৭৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৪৩ জন৷

পশ্চিম মেদিনীপুর- একদিনে আক্রান্ত ২৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১৯,৮৩০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৯,১০৪ জন৷ মোট মৃতের সংখ্যা ২৯৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪২৭ জন৷

ঝাড়গ্রাম- নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন৷ মোট আক্রান্ত ২,৯৬৮ জন৷ এই জেলায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে৷ মোট সুস্থ হয়েছেন ২,৯১০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৬ জন৷

বাঁকুড়া- একদিনে আক্রান্ত ২৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১১,৩৮৪ জন৷ মোট মৃতের সংখ্যা ৯০ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১০,৯৪৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৫১ জন৷

পুরুলিয়া- একদিনে আক্রান্ত ২০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৬,৯৪৭ জন৷ এই জেলায় মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৬,৫৮২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩১৮ জন৷

বীরভূম- একদিনে আক্রান্ত ২৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৯,৫৯০ জন৷ মোট মৃতের সংখ্যা ৮৪ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৯,২৫৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৪৭ জন৷

নদীয়া- একদিনে আক্রান্ত ৭৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২১,৬৯৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ২০,৭০৫ জন৷ মোট মৃতের সংখ্যা ২৮৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭০৪ জন৷

মুর্শিদাবাদ- একদিনে আক্রান্ত ৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১১,৯৩২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩১ জন৷ মোট সুস্থ হয়েছেন ১১,৫০০ জন৷ মোট মৃতের সংখ্যা ১৪৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৮৫ জন৷

মালদহ- একদিনে আক্রান্ত ১২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১২,৪৭৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১২,০৯৩ জন৷ মোট মৃতের সংখ্যা ১১১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৭৩ জন৷

দক্ষিণ দিনাজপুর- একদিনে আক্রান্ত ৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৮,০৮২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ৭,৯৫৬ জন৷ মোট মৃতের সংখ্যা ৭৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৩ জন৷

উত্তর দিনাজপুর- একদিনে আক্রান্ত ১৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৬,৪৫২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ৬,২০৬ জন৷ মোট মৃতের সংখ্যা ৭২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৭৪ জন৷

জলপাইগুড়ি- একদিনে আক্রান্ত ২৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১৪,৩৬৩ জন৷

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৩,৮২৭ জন৷ মোট মৃতের সংখ্যা ১৫৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৮১ জন৷

কালিম্পং- একদিনে ৪ জন আক্রান্ত৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,১৬৫ জন৷ মোট মৃতের সংখ্যা ২৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,০৯২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৯ জন৷

দার্জিলিং-একদিনে আক্রান্ত ৪২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১৭,৮২৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬০ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৭,১৪৫ জন৷ মোট মৃতের সংখ্যা ১৯৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৮৪ জন৷

কোচবিহার- একদিনে আক্রান্ত ১০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১১,৬৬৭ জন৷ এই জেলায় মোট ৭২ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩১ জন৷ মোট সুস্থ হয়েছেন ১১,৩৫৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৪১ জন৷

আলিপুরদুয়ার-একদিনে আক্রান্ত ৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৭,৬৩৯ জন৷ মোট মৃতের সংখ্যাটা ৮৫ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ৭,৫০৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫১ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.