কোচবিহার আদালত চত্বরে হ্যান্ড গ্রেনেড! বেশ কিছু গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তার মধ্যে থেকেই হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়।
রবিবার সকালে হাই পাওয়ার হ্যান্ড গ্রেনেডটা নিষ্ক্রিয় করেছে সেনা। গাঁজার প্যাকেটে কীভাবে হ্যান্ড গ্রেনেড এল, তা নিয়ে উঠছে প্রশ্ন। কোথা থেকে ওই গাঁজাগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আদালত চত্বরের পাশেই রয়েছে একটি মালখানা। তার ভিতরেই একটি পুরনো গাঁজা প্যাকেটের মধ্যে পড়ে থাকতে দেখা যায় গ্রেনেডটিকে। বিষয়টি পুলিশ প্রশাসনের তরফে সেনা বিভাগকে জানানো হয়। কিন্তু যাতে আতঙ্ক না ছড়িয়ে পড়ে তার জন্য বিষয়টি গোপনে রাখা হয়েছিল।
চূড়ান্ত সতর্কতা বজায় রাখা হচ্ছিল আদালত চত্বরে। শনিবার থেকেই গ্রেনেডটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। রবিবার সকালে অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়। গ্রেনেড আদালত চত্বরে কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে।