আগামী বছরের পুজোর ছুটির ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বড়বাজার (Barabazar) পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি জানিয়ে দেন, চলতি বছরের দেওয়া পুজোর ছুটির থেকে আগামী বছরের ছুটি বাড়তে চলেছে। জানান আগামী বছর ১৭-৩১ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। অর্থাৎ মোট ১৫ দিন ছুটি বরাদ্দ হয়েছে সরকারি কর্মচারীদের জন্য। চলতি বছর পুজোর ছুটির দিন ছিল ১৪।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সরকারি ছুটির বহর প্রতিবছরই বেড়েছে। আগামী বছর পুজোয় রেকর্ড ছুটি দেওয়া হবে বলে ঘোষণায় করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী বছর ১৭-১৮ অক্টোবর শনিবার-রবিবার থাকায় স্বাভাবিক নিয়মেই ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। পুজোর ছুটি প্রকৃতার্থে শুরু হবে ১৯ অক্টোবর। এবছর ভাইফোঁটার পরদিন ও ছট পুজোর রবিবার থাকায় সোমবার ছুটি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।