গত বছর জলঙ্গিতে ইসলামিক জলসার আয়োজন করেছিল স্থানীয় মুসলিমরা। সেই ভিড়ে মিশে কয়েকজন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। ঠিক একবছর বাদে সেই ইসলামিক জলসা থেকেই ৮ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ।
অভিযোগ উঠেছে, গত এক বছর ধরে তারা ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করেছে। এরপর তারা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। আর তখনই বিএসএফ তাদের ধরে ফেলে।
জলসায় প্রচুর ভিড় হয়। মনে করা হচ্ছে তারা সেই সুযোগে ভিড়ে মিশে ভারতে ঢুকে পড়েছিল। তারপর হয়ত ভারতের অন্য রাজ্যে চলে যায় তারা। সেখানেই হয়তো কাজকর্মও শুরু করেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। ভারতে গত এক বছর ধরে তারা কার্যত বাংলাদেশি পরিচয় লুকিয়ে বসেছিল। তাদেরই এবার ধরে ফেলল বিএসএফ।
এদিকে তারা গত একবছর ধরে ভারতের কোথায় কোথায় গিয়েছিল সেটাও দেখা হবে। অন্যদিকে ওই ভিড়ে মিশে আর কেউ এভাবে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছে কি না সেটাও দেখা হচ্ছে। মূলত ভিড়ের সুযোগ নিয়ে তারা এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। বিএসএফ ইতিমধ্যে তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করছে।