আজ দিল্লিতে মুকুল-দিলীপ সহ তিন নেতাকে নিয়ে বৈঠকে শীর্ষ নেতৃত্ব

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) ২ দিনের বঙ্গ সফরের পরই দিল্লি গেলেন মুকুল রায় (Mukul Roy)। রবিবারই তিনি দিল্লি পৌঁছেছেন। সোমবার সকালে দিল্লি পৌঁছনোর কথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। জরুরি সাংগঠনিক বৈঠকে তাঁদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁদের। যদিও, দিলীপ ঘোষ অবশ্য সন্ধ্যার বিমানেই কলকাতায় ফিরে আসবেন বলে রাজ্য বিজেপি সূত্রে জানানো হয়েছে। সফর শেষ করে যাওয়ার সময়েই দিলীপ ঘোষ, মুকুল রায়দের ৯ নভেম্বর দিল্লি যাওয়ার নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। রবিবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছেন দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। 

অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর সেরে দিল্লি ফেরার পরই ঠিক কী কারণে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে ডেকে পাঠানো হল, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজ্য সংগঠনে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সংগঠনে আবার কোনও রদবদল বা কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপির (BJP) অন্দরে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে ব্লু-প্রিন্ট সাজাচ্ছেন অমিত শাহ। রাজ্যে দুদিনের সফরে এসে দফায় দফায় বিভিন্ন জেলার কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। সেই পরিকল্পনার প্রথম ধাপ হিসেবেই দলের তিন শীর্ষ নেতাকে দিল্লি তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.