বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি বিজয়া রোহাতকর বাংলায় প্রচারে এসেছেন৷ তাঁর প্রচারে থাকছে রোড-শো, জনসভা, মহিলা সম্মেলন৷ রাজ্য বিজেপি সূত্রে খবর বিজয়া রোহাতকর মূলত হাওড়া, বারাকপুর, ঝাড়গ্রাম এবং হুগলিতেই প্রচার করবেন৷ রাজ্য মহিলা মোর্টার সভাপতি লকেট চট্টোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র হুগলির ধনেখালিতে তিনি রোড-শো করবেন শুক্রবার৷

৪ মে আবার হুগলিতে রোড-শে করবেন তিনি৷ এছাড়া ঝাড়গ্রামে মহিলাদের নিয়ে সম্মেলনও করবেন বিজয়া৷ বৃহস্পতিবার বারাকপুরে প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জনসভা করবেন বিজয়া৷ ইতিমধ্যেই বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া কেন্দ্রে প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেছেন বিজয়া৷ বিজয়া মহারাষ্ট্রের মহিলা কমিশনার৷ সুবক্তা হিসেবেই বিজেপিতে পরিচিত৷ বিজেপি মনে করেছে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফায় তিনি রাজ্যের মহিলাদের প্রভাবিত করতে পারবেন৷ বুধবার রাতে কলকাতায় এসে দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করেন বিজয়া৷ তার সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সদস্যরা৷

লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বাংলায় ব্যাপক প্রচার চালাচ্ছেন বিজেপি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই রাজ্যে লাগাতার প্রচার চালিয়েছেন৷ লোকসভা নির্বাচনের পরিপ্রক্ষিতে বাংলায় ১৩টি জনসভা করবেন মোদী৷ অমিত শাহও ৯টি জনসভা সেরে ফেলেছেন৷ এছাড়া রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ, বিপ্লব দেব, স্মৃতি ইরানীরা সভা করে দিয়েছেন৷

সর্বভারতীয় সবাপতি অমিত শাহ ইতিমধ্যেই গোষণা করেছেন, বাংলায় কম করে ২৩টি আসন বিজেপি পাবেই৷ সংখ্যাটি আরও বেশি হতে পারে৷ বাংলায় আরও তিন দফা নির্বাচন বাকি৷ ইতিমধ্যেই রাজ্য বিজেপির নেতৃত্ব নরেন্দ্র মোদী-অমিত শাহর রোড শো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়৷ এছাড়া মোদীর জনসভা আরও হওয়ারও সম্ভাবনা রয়েছে৷

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে পাওয়া ২৭ শতাংশ ভোট পেয়েছে বিজেপি৷ ওই ভোট বেড়ে যদি ৪৫ শতাংশ হয়, একমাত্র তাহলেই পশ্চিমবঙ্গে ২২-২৩টি লোকসভা আসন পেতে পারে বিজেপি – মনে করছে রাজনৈতিক মহল৷ রাজনৈতিক মহল এবং নির্বাচন বিশেষজ্ঞদের মতে বাংলায় বাড়তি ১৮ শতাংশ ভোট জোগার করা বিজেপির পক্ষে একসময় অত্যন্ত কঠিন কাজ মনে হলেও পরিস্থিতি ঘুরেছে৷ তবে এই ১৮ শতাংশের গণ্ডি টোপকে যেতে পারলে তবেই নরেন্দ্র মোদী-অমিত শাহের ২২-২৩টি লোকসভা আসন জয়ের স্বপ্ন সফল হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.