বন্ধ হয়ে গেল বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং। কারণ সেই টাকা। বকেয়া টাকা মেটানো হয়নি বলে অভিযোগ প্রযোজক সুব্রত রায়ের বিরুদ্ধে। এমনকী টিডিএসের নাম করে যে টাকা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কাটা হয়েছিল সেটাও জমা পড়েনি বলে অভিযোগ কলাকুশলীদের।
সেটা টাকা মেটানোর দাবিতেই বন্ধ হয়ে গিয়েছে একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকের শ্যুটিং। তার মধ্যে রয়েছে রানি রাসমনি, দেবী চৌধুরানী, মা মনসা, মহাপীঠ তারাপীঠের মতো জনপ্রিয় সিরিয়াল। শুক্রবার থেকে বন্ধ রয়েছে সুব্রত রায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিকগুলির শ্যুটিং। এই সমস্যা না মিটলে শ্যুটিং শুরু করা হবে না বলে জানিয়েছে ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। এর আগেও একাধিকবার এই সমস্যা তৈরি হয়েছে। সেই নিয়ে আন্দোলনও হয়েছে। পরে টাকা মেটানোর আশ্বাস দেওয়ায় শ্যুটিং শুরু হয়েছিল। কিন্তু আবার একই ঘটনা ঘটায় এবার অনড় আন্দোলনেই নেমেছেন কলাকুশলীরা।