প্রেমিকাকে মারধর এবং নির্যাতনের অভিযোগ উঠল টালিগঞ্জের সিপিএম নেতা সোমনাথ ঝা-র বিরুদ্ধে। ওই যুবতীও সিপিএম করেন। তিনি দলে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন সোমনাথের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, কখনও হেলমেট দিয়ে পিটিয়ে তাঁর বাঁ চোখের নীচের অংশে কালশিটে ফেলে দেওয়া হয়েছিল। আবার হাতের আঙুলের নখের উপর ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়।
সোমনাথের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ওই যুবতীর। কিছু কারণে দু’ জনের দূরত্ব তৈরি হয়। ফলস্বরূপ এই পর্যায়ে হিংসার ঘটিনা ঘটে বলে অভিযোগ। এরপর কলকাতা জেলা সিপিএম তদন্ত কমিশন গঠন করে। অভিযুক্তকে একবছর সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় প্রমোদ দাশগুপ্ত ভবন। তারপর তা যায় রাজ্য কমিটির অনুমোদনের জন্য। রাজ্য কমিটির বৈঠকে সোমনাথ ঝাঁকে এক বছরের জন্য সাসপেনশনে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
টালিগঞ্জের সিপিএমের এক যুবতী কর্মী বলেন, ‘ওই ছেলেটি মিছিলে হাঁটলে আমার মিছিলে যেতে ভয় লাগে। এও অবাক লাগে, এ হেন ঘৃণ্য অপরাধের পর তাকে দল পুষে রেখেছে।’ যদিও তাঁর বিরুদ্ধ ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সোমনাথ। তিনি বলেন, ‘আমি এমন কিছু জানি না’। যদিও দল পুরোপুরি বিষয়টাকে অস্বীকার করছে না।