ফাগুন হাওয়া গায়ে মেখে শান্তিনিকেতনে শুরু হয়ে গেল বসন্ত উৎসব ৷ রঙে-আবিরের এই উৎসবে সকাল থেকে দ্বার খুলে দিল বিশ্বভারতী ৷

প্রতি বছরের মত এবারও নাচ-গান ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল শান্তিনিকেতনের বসন্ত উৎসব ৷

এই উৎসবে রাজ্য, দেশ বিদেশের মানুষ ভিড় করেন ৷

তবে এবার বিশ্বভারতীর নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা ৷ পুলিশি ব্যবস্থার পাশাপাশি থাকছে সিসিটিভি, ড্রোন।

অতিথিদের সুবিধার জন্য জলের বোতল ও পাউচ সরবরাহ করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাই সব অপেক্ষার অবসান ৷ এবার শুরু রঙের উৎসবে গা ভাসানোর ৷