‘মন রে কৃষিকাজ জানো না, আবাদ করলে ফলত সোনা’।
শ্রীজাতর সিনেমায় প্রথমবার রামপ্রসাদি গেয়েছেন অরিজিৎ সিং। শ্রোতারা মুগ্ধ। কিন্তু খুশি নন রামপ্রসাদ চট্টোপাধ্যায়ের পুত্র সঙ্গীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়। খানিকটা বিরক্তির সুরেই তিনি বলেন, ‘সে তো আর রামপ্রসাদ নয়, পান্নালাল ভট্টাচার্যও নয়। অজয় চক্রবর্তী হতে চায় তাহলেও পারবে না’।
এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে শিল্পী বলেন, ‘কেন এই গান গাইতে হল? ৩০০ বছরের পুরোনো গান তো, এ তো আস্তাকুঁড়ে ফেলে দেওয়ার জিনিস। নতুন তো তৈরি করতে পারেনি’। অরিজিৎ সম্পর্কে তিনি বলেন, ‘সে সুরে গায় এইটুকুুই বলব। সে তো আর রামপ্রসাদ হবে না, পান্নালাল ভট্টাচার্য সে হবে না। আমার বাবার মতো হবে না। কিংবা অরিজিৎ যদি অজয় চক্রবর্তী হতে চায় তাহলেও পারবে না’।
এখানেই থেমে থাকেননি তিনি। গিটার হাতে তুলে নিলেই সকলে কবীর সুমন হতে পারবে না, দাবি শ্রীকুমার বাবুর। শিলাজিৎ-কে আক্রমণ শাণিয়ে সঙ্গীত শিল্পী বলেন, ‘সে তো গায়কই নয় আমার কাছে। এমনিতেও সে আজকাল গানের জগতে রয়েছে কোথায়? সিনেমা করছে, থিয়েটার করছে’।
তিন মাস ধরে পান্নালাল ভট্টাচার্য এবং ধনঞ্জয় ভট্টাচার্যের গলায় ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি শুনে এক রাতে এই রেকর্ড করেছেন অরিজিৎ, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন পরিচালক শ্রীজাত। অরিজিতের গাওয়া গান মন কেড়েছে সবার।