প্রাথমিক শিক্ষকদের অনশন: অসুস্থ আন্দোলনকারীকে হাসপাতালে পাঠালেন অনুপম হাজরা

১৪ জন সহকর্মীর অবৈধ বদলির নির্দেশ বাতিল সহ একাধিক দাবিতে আন্দোলনে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা৷ সল্টলেকে বিধানচন্দ্র রায়ের মূর্তির কাছে ওয়াই চ্যানেলে চলছে তাঁদের অনশন৷

রবিবার সেই অনশন মঞ্চে পৌঁছন বিজেপি নেতা অনুপম হাজরা৷ সেখানে পৌঁছে আন্দোলনকারীদের পাশে দাঁড়াবার বার্তা দেন তিনি৷ এদিন অসুস্থ এক মহিলা আন্দোলনকারীকে নিজের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন৷ অনশনের আজ দ্বিতীয় দিনে সরকারের পক্ষ থেকে কোনও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা না করায় সমালোচনা করেন অনুপম হাজরা৷

উল্লেখ্য, বদলি হয়ে যাওয়া সহকর্মীদের বদলির নির্দেশ বাতিল করে পূর্ব বিদ্যালয়ে ফেরানোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা৷ এছাড়াও বেতন বিশেষজ্ঞ কমিটি তৈরি আলোচনার ভিত্তিতে প্রাথমিক শিক্ষকদের বেতন নির্ধারণ করার দাবিতে পথে নেমেছেন তাঁরা৷

এদিন অনশন মঞ্চে পৌঁছন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও৷ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.