টিকাকরণ শেষ হলেই সিএএ বাস্তবায়িত হবে: ঠাকুরনগরে অমিত শাহ লাইভ হাইলাইটস

সপ্তাহ দুয়েক আগেই বাংলা সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে মৃদু বিস্ফোরণের জন্য সে সময় আসতে পারেননি তিনি। ঠাকুর নগরে তাঁর কর্মসূচি স্থগিত হয়ে গিয়েছিল। তবে সেই সময়েই তিনি শান্তনু ঠাকুরদের বলেছিলেন, মঞ্চ খুলবেন না। শিগগিরই আসব। বৃহস্পতিবার সেই ঠাকুর নগরে বক্তৃতা দিলেন শাহ। তাঁর বক্তৃতার হাইলাইটস—

  • আজ দ্বিতীয়বার ঠাকুরনগরে এলাম। অনিবার্য কারণে আমার সফর পিছিয়েছে। মমতা দিদি ভেবেছিলেন, আর আসবে না। আরে দিদি আপনাকে না হারানোর পর্যন্ত বারবার আসব।
  • শান্তনু ঠাকুরকে বলেছিলাম, আমি অবশ্যই আসব। নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তার জবাব দেব।
  • আমার খারাপ লাগে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পবিত্র মাটি আজ রক্তরঞ্জিত।
  • সংবাদমাধ্যম আর তৃণমূল কংগ্রেস সবাই নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে কথা শুনতে চায়।
  • ঠাকুরনগর অনেক বড় সামাজিক আন্দোলনের সাক্ষী। গুরুচাঁদ ঠাকুর ও হরিচাঁদ ঠাকুর সমাজের একেবারে নিচুস্তরের মানুষের মধ্যে নৈতিক চেতনা জাগানোর জন্য আন্দোলন করেছিলেন। তাঁরা জোর দিয়ে বলেছিলেন, শিক্ষার আলো ছাড়া অনগ্রসরতা কাটবে না।
  • মমতা দিদি আপনার উল্টো গণনা শুরু হয়ে গেছে। ভোট শেষ হলেই আপনার বিদায় নিশ্চিত।
  • বিজেপি বাংলায় ক্ষমতায় এলেই প্রথম ক্যাবিনেট বৈঠকে আয়ুষ্মান যোজনা বাস্তবায়ণের ঘোষণা হবে। যাতে গরিব মানুষ ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা পান।
  • প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্প বাংলায় চালু করতে দেননি মমতা দিদি। আজ কথা দিচ্ছি, আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, বিজেপি ক্ষমতায় এলেই কিষাণ সম্মান প্রকল্প বাবদ আগের বকেয়া ১২ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। সেই সঙ্গে নতুন বছরের আরও ৬ হাজারের টাকা পাবেন কৃষকরা। অর্থাৎ মোট ১৮ হাজার টাকা করে পাবেন কৃষকরা।
  • এখানে মতুয়া ও নমঃশূদ্র সমাজের লোক রয়েছেন। যাঁরা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এসেছিলেন। দেশ ভাগের পর কংগ্রেসের নেতারা আশ্বাস দিয়েছিলেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে, সম্মান দেওয়া হবে।
  • উনিশের ভোটে আমরা বলেছিলাম, বিজেপি ক্ষমতায় এলে আমরা মতুয়াদের নাগরিকত্ব দেব। উনিশ সালে জিতেছি। বিশ সালেই নাগরিকত্ব সংশোধন বিল পাশ করিয়েছি।
  • এর মাঝে করোনা এসে গেল। মমতাদিদি বলতে শুরু করলেন, ঝুটা প্রতিশ্রুতি। কিছু হবে। নাগরিকত্ব দেবে না। দিলেও আমরা আটকে দেব। প্রাণ থাকতে হতে দেব না।
  • আরে মমতা দিদি। আমরা যা বলি তাই করি। আজ এই পবিত্র ভূমিতে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, টিকাকরণ পুরোদস্তুর শুরু হয়ে গেলে, করোনা থেকে মুক্ত হলেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করে দেব। এমনিতেই এপ্রিলের পর মমতা দিদি আর আটকানোর মতো অবস্থায় থাকবে না।
  • মুসলমান ভাইদের বলছি, নাগরিকত্ব সংশোধন আইনে কারও নাগরিকত্ব যাবে না। আমি দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে বলছি, নাগরিকত্ব সংশোধন আইনের জন্য এক জন মুসলমানেরও নাগরিকত্ব যাবে না। এই যে মিথ্যা প্রচার চালাচ্ছে, তা শুনবেন না।
  • দলিতদের জন্য মোদী সরকার স্কলারশিপের টাকা বাড়িয়েছে।
  • আপনারা একবার বিজেপিকে জেতান আমরা মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ যোজনা শুরু করব, যা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের দিকে খেয়াল রাখবে।
  • মতুয়া সমাজের দলপতিদের জন্যও পেনশন স্কিম চালু করা হবে।
  • গুরুচাঁদ মন্দিরের বিকাশের জন্য বাংলার সরকার পর্যটন তথা ট্যুরিস্ট সার্কিট হিসাবে গড়ে তুলবে।
  • ঠাকুরনগর রেল স্টেশন আমরা শ্রীধাম ঠাকুরনগর রেল স্টেশন করতে চাই। দিদি করতে দেয়নি, বিজেপি ক্ষমতায় এলে এক সপ্তাহের মধ্যে তা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.