আপনার দাঙ্গা প্রধানদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমাদের বুথ প্রধান, এবারের নির্বাচন হবে ঐতিহাসিকঃ অমিত শাহ

রাজ্যে আরও একবার নির্বাচনী প্রচারে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ কোচবিহারে তিনি চতুর্থ ‘পরিবর্তন রথযাত্রা”র সূচনা করেন। এরপর তিনি কোচবিহারের রাসমেলার মাঠে ভাষণের মাধ্যমে তৃণমূল সরকারকে একহাতে নেন। উনি বলেন, এবারের বাংলার নির্বাচন ঐতিহাসিক হতে চলেছে। তিনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, জয় শ্রী রামের ধ্বনি কি পাকিস্তানে তোলা হবে? অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য কাজ করছেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিবদের জন্য কাজ করছেন। অমিত শাহ বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রের সমস্ত প্রকল্প লাগু করা হবে।

অমিত শাহ বলেন, ‘নির্বাচন শেষ হতে-হতে মুখ্যমন্ত্রী নিজে জয় শ্রী রাম বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একটি সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য কাজ করেন।” অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে বলেন, জয় শ্রী রাম ধ্বনি পশ্চিমবঙ্গে নেওয়া হবে না তো কি পাকিস্তানে নেওয়া হবে? অমিত শাহ বলেন, উনি জয় শ্রী রাম ধ্বনিকে অপরাধ বানিয়ে দিয়েছেন। অমিত শাহ বলেন, জয় শ্রী রাম ধ্বনি শুনলে মুখ্যমন্ত্রী অপমানিত বোধ করেন।

অমিত শাহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুণ্ডাদের ভরসায় নির্বাচনে যেতেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসনও বাঁচাতে পারবেন না। অমিত শাহ বলেন, ‘দিদি এবারের নির্বাচন ঐতিহাসিক হতে চলেছে। আপনার দাঙ্গা প্রধানদের সামনে ভারতীয় জনতা পার্টির বুথ প্রধানরা বুক চিতিয়ে দাঁড়াবে। মমতা দিদি, এই লড়াই আপনি জিততে পারবেন না, কারণ বাংলার জনতা ঠিক করে নিয়েছে যে এবার পরিবর্তন হবেই।”

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘মোদী সরকার গরিব আর অভাবি মানুষদের পাশে দাঁড়াতে ১১৫ টি প্রকল্পের সূচনা করেছে। মমতা দিদি সেই প্রকল্প গুলোকে বাংলায় বাস্তবায়িত হতে দিচ্ছেন না। মোদী সরকার গরিবদের সেবার জন্য কাজ করছে, আর মমতা দিদি নিজের ভাইপো মুখ্যমন্ত্রী বানানোর জন্য কাজ করছেন। মমতা দিদি কৃষকদের প্রধানমন্ত্রী মোদীর থেকে ৬ হাজার টাকা করে নেওয়া থেকে কেন আটকাচ্ছেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.