গুন্ডা মন্তব্যের জের : অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন কৈলাস পুত্র আকাশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে চলেছেন বিজেপি (BJP) নেতা কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayavargiya) পুত্র আকাশ বিজয়বর্গীয়। শনিবার মধ্যপ্রদেশের ইনদৌরের আদালতে মামলা দায়ের করবেন তিনি। বিজেপি সূত্রে এমনটাই খবর। গত রবিবার নোদাখালির মুচিশা হাইস্কুল মাঠের সভায় গেরুয়া শিবিরের বিভিন্ন নেতার নাম নিয়ে আক্রমণ করেন অভিষেক। বলেন,“আমি তো নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। আমি নাম করে বলছি, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা, মাফিয়া। আমি তো নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত, আমি তো নাম করে বলছি, সুনীল দেওধর বহিরাগত। আমি নাম করেই বলছি, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন। আইনানুগ ব্যবস্থা নিয়ে দেখান” তাঁর এমন মন্তব্যের জেরেই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করবেন কৈলাস পুত্র।

শুধু আকাশ বিজয়বর্গীয় (Akash Vijayavargiya) নয়, তৃণমূলের যুবরাজের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মনে করা হচ্ছে, একুশের ভোটের আগে নবান্ন দখলের যুদ্ধের আরও বেশকিছু বিষয় যে আদালতের চৌহদ্দিতে পৌঁছাবে, সে ব্যাপারে নিশ্চিত বাংলার রাজনীতির কারবারিরা। ইতিমধ্যে সেই ঘটনাক্রমের সূত্রপাত হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ের চিত্রই যে আরও দৃঢ় হবে তা একবাক্যে মেনে নিচ্ছেন বাংলার রাজনীতির পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.