সরকারি জমি বলপূর্বক বেদখল করে তাতে অবৈধ নির্মাণের অভিযোগে উত্তর দিনাজপুরে কাঠগড়ায় তৃণমূলের এক নেতা। ইস্যুটিকে কেন্দ্র করে প্রশাসন ইতিমধ্যে নোটিশ দিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য জেলাজুড়ে।
অভিযোগটিকে কেন্দ্র করে কাঠগড়ায় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূলের দলনেতা অনিল দেবনাথ। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি কর্ণজোড়ায় জেলা শাসকের দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত একটি সরকারি জমি বলপূর্বক দখল করে, সেখানে পাকা দোকান ঘর তৈরি করছেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত দফতর বিএলআরও-র তরফে নোটিশ পাঠায় অভিযুক্ত তৃণমূল নেতাকে। সেই নোটিশে সাফ জানিয়ে দেওয়া দ্রুত জমি খালি না করলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। এরপরেই আবার অনিল দেবনাথ পাল্টা প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুললে ক্ষুদ্ধ হয়ে যান প্রশাসনিক কর্তারা।
এই প্রসঙ্গে রায়গঞ্জের বিএলআরও শুভঙ্কর সাহা বক্তব্য, “প্রশাসনের কাজ প্রশাসন করবে। ওঁ নিজেরটা সামলান। আর শাসক হোক বা বিরোধী আইন সবার জন্য সমান”। এই ইস্যুতেই তৃণমূলের রায়গঞ্জের বিধায়ক ও পিএসি-র চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর দাবি, “তৃণমূল করলেই যে বেআইনি কাজ করা যাবে, তা নয়। আইন সবার জন্য এক। প্রশাসন যা করেছে সেটা আইন মাফিক কাজ করেছে, তাই এই বিষয়টি শাসক দলও রেয়াত করবে না”।