তোলাবাজির টাকা চেয়ে না পাওয়ায় ব্যবসায়ীকে গুলি৷ ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার পুলিশ জেলার উস্তিথানা এলাকার হটুগঞ্জে৷ আহত ব্যবসায়ীর নাম নিখিল কুমার সাহা৷ ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ধৃতকে সোমবার ডায়মন্ডহারবার আদালতে তোলা হবে।
রবিবার শ্যুট আউটের ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তিথানা এলাকায়। অভিযোগ, নিখিল কুমার সাহা নাম স্থানীয় এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতী। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়৷
কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীর স্পাইনাল কর্ডে গুলি আটকে আছে৷ ঘটনায় অভিযুক্ত রেজাউল হক ওরফে ছোট মাটাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ধৃত রেজাউল ওই ব্যবসায়ীর পূর্ব পরিচিত ছিল। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রটিও৷