মর্মান্তিক! অক্সিজেনের অভাবে দিল্লির হাসপাতালে ২০ করোনা রোগীর মৃত্যু

দেশজুড়ে করোনার লাগামছাড়া সংক্রমণ। রাজ্যে-রাজ্যে অক্সিজেনের জন্য হাহাকার দশা জারি। এরই মধ্যে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে মর্মান্তিক কান্ড। অক্সিজেনের অভাবে মৃত্যু হল ২০ জন করোনা রোগীর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সংকটজনক অবস্থায় থাকা ওই ২০ করোনা রোগী শুক্রবার রাতেই মারা গিয়েছেন। প্রত্যেকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। প্রত্যেকে অক্সিজেন সাপোর্টে ছিলেন। তবে অক্সিজেনের প্রেশার কম থাকাতেই বিপত্তি।

শনিবার সকালে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে আরও রোমহর্ষকর তথ্য জানিয়েছেন জয়পুর গোল্ডেন হাসপাতালের অধিকর্তা। তিনি জানিয়েছেন, শনিবার সকাল ১০টা পর্যন্ত গোটা হাসপাতালে মাত্র ৪৫ মিনিটের অক্সিজেনের ভান্ডার মজুত রয়েছে। বর্তমানে হাসপাতালে ২১০ জন রোগী ভর্তি রয়েছেন। এখনই হাসপাতালে আরও অক্সিজেন মজুত করা না গেলে আরও প্রাণহানির আশঙ্কা। দিল্লিতে করোনার লাগামছাড়া সংক্রমণ। রাজধানীর স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অক্সিজেনের জন্য সর্বত্র হাহাকার। সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে ICU বেডের সংখ্যা তলানিতে। বহু হাসপাতালে বেড না পেয়ে নাজেহাল রোগী ও তাঁদের পরিবার। হাসপাতালের বাইরে শুয়েই দিন কাটাতে বাধ্য হচ্ছেন বহু সংকটনজনক রোগী।

এদিকে দেশে করোনার দৈনিক সংক্রমণ প্রতিদিন আগের দিনের রেকর্ড ভেঙে বিদ্যুৎ গতিতে দৌড়োচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরই পাশাপাশি একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। সব মিলিয়ে শনিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪। দেশে এই মুহুর্তে করোনা অ্যাক্টিভ কেস ২৫,৫২,৯৪০।

দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশ, তেলেঙ্গনা, ছত্তীসগড়, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে করোনার সংক্রমণ লাগামছাড়া। প্রতিটি রাজ্যে অক্সিজেনের জন্য হাহাকার। পরিস্থিতি মোকাবিলায় জোরদার তৎপরতা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। দেশের অক্সিজেনের চাহিদা মেটাতে এবার এবার বেনজির পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের।

আস্ত মোবাইল অক্সিজেন প্লান্ট এয়ারলিফট করে তুলে আনছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সূদূর জার্মানি থেকে ২৩টি মোবাইল অক্সিজেন প্লান্ট বিমানে করে বয়ে নিয়ে আসবেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা। ওই প্রতিটি প্লান্টে প্রতি মিনিটে ৪০ লিটার অক্সিজেন তৈরি হবে। প্রতি ঘণ্টায় প্রতি প্লান্টে ২ হাজার ৪০০ লিটার অক্সিজেন উৎপাদন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.