Women’s World Cup: বিশ্বকাপে মোট ৪০টি উইকেট নিয়েছেন, তবে একই ব্যাটারকে কখনও দু’বার আউট করেননি ঝুলন, চোখ রাখুন সাতকাহনে

ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদকে ফিরিয়ে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়েন ঝুলন গোস্বামী। অস্ট্রেলিয়ার লিন ফুলস্টোনকে টপকে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিতে পরিণত হন ভারতের অভিজ্ঞ পেসার। একনজরে দেখে নিন ঝুলনের বিশ্বকাপ কেরিয়ারের সাতটি গুরুত্বপূর্ণ তথ্য-পরিসংখ্যান।

১. ১৭ বছর আগে বিশ্বকাপে নিজের প্রথম উইকেট নেন ঝুলন গোস্বামী। ২০০৫ সালের ২২ মার্চ শ্রীলঙ্কার ইনোকা গালাগেদারাকে ফিরিয়ে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে উইকেট তোলার কাজ শুরু করেন ভারতের তারকা পেসার।
২. প্রথম ম্যাচে ঝুলন ওভার প্রতি ১ রানও খরচ করেননি। নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে তিনি ৮ ওভারে ৫টি মেডেন-সহ মাত্র ৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। যদিও ম্যাচটি মাঝপথেই পরিত্যক্ত হয়।

৩. বিশ্বকাপে ঝুলনের মোট উইকেট সংখ্যা ৪০। উল্লেখযোগ্য বিষয় হল, বিশ্বকাপে ৪০ জন আলাদা ব্যাটারকে আউট করেছেন ঝুলন। তিনি বিশ্বকাপে একই ব্যাটারকে কখনও দু’বার আউট করেননি।

৪. ২০০৫ বিশ্বকাপে ১৩টি, ২০০৯ বিশ্বকাপে ৪টি, ২০১৩ বিশ্বকাপে ৯টি ও ২০১৭ বিশ্বকাপে ১০টি উইকেট নেন ঝুলন। চলতি বিশ্বকাপে (২০২২) তিনি ইতিমধ্যেই ৪টি উইকেট দখল করেছেন।

৫. ২০০৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন ঝুলন। বিশ্বকাপের এক ম্যাচে সেটিই তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স।

৬. বিশ্বকাপে মোট ৮ জন ব্যাটারকে শূন্য রানে সাজঘরে ফিরিয়েছেন ঝুলন। ১৪ জন ব্যাটারকে বোল্ড করেছেন তিনি। ঝুলনের বলে ১৪ জন ব্যাটারের ক্যাচ ধরেছেন ফিল্ডাররা। ৭ জন ব্যাটারের ক্যাচ ধরেছেন উইকেটকিপার এবং ৫ জনকে এলবিডব্লিউর ফাঁদে জড়িয়েছেন ভারতীয় তারকা।

৭. ঝুলন উইকেট নিয়েছেন এমন বেশিরভাগ ম্যাচেই জিতেছে ভারত। বিশ্বকাপে ভারতের জেতা ম্যাচে ঝুলন ২৮টি উইকেট নিয়েছেন। ১১টি উইকেট নিয়েছেন দলের হেরে যাওয়া ম্যাচে। ১টি উইকেট নিয়েছেন পরিত্যক্ত ম্যাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.