IPL-এ সব থেকে বেশি ডট বল করেছেন কে? সর্বোচ্চ উইকেট, সেরা বোলিং, সর্বাধিক মেডেন, হ্যাটট্রিক, চোখ রাখুন ৯টি রেকর্ডে

1/9সব থেকে বেশি উইকেট: ১২২টি ম্যাচে মাঠে নেমে লসিথ মালিঙ্গা আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ১৭০টি উইকেট নিয়েছেন।

সব থেকে বেশি মেডেন ওভার: ১১৯টি ম্যাচে মাঠে নেমে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ১৪টি মেডেন ওভার নিয়েছেন প্রবীণ কুমার।
2/9সব থেকে বেশি মেডেন ওভার: ১১৯টি ম্যাচে মাঠে নেমে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ১৪টি মেডেন ওভার নিয়েছেন প্রবীণ কুমার।
সব থেকে বেশি ডট বল: ১৬৩টি ম্যাচে মাঠে নেমে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সব থেকে বেশি ১২৬৮টি ডট বল করেছেন হরভজন সিং।
3/9সব থেকে বেশি ডট বল: ১৬৩টি ম্যাচে মাঠে নেমে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সব থেকে বেশি ১২৬৮টি ডট বল করেছেন হরভজন সিং।
এক ম্যাচে সব থেকে বেশি ডট বল: চেন্নাই সুপার কিংসের দীপক চাহার ২০১৯ সালে চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সব থেকে বেশি ২০টি ডট বল করেন।
4/9এক ম্যাচে সব থেকে বেশি ডট বল: চেন্নাই সুপার কিংসের দীপক চাহার ২০১৯ সালে চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সব থেকে বেশি ২০টি ডট বল করেন।
সব থেকে কৃপণ বোলিং (ইকনমি রেট): রশিদ খান ৭৬টি ম্যাচে মাঠে নেমে আইপিএলের ইতিহাসে সব থেকে কৃপণ বোলিং করেছেন। তিনি ওভার প্রতি ৬.৩৩ রান খরচ করেছেন।
5/9সব থেকে কৃপণ বোলিং (ইকনমি রেট): রশিদ খান ৭৬টি ম্যাচে মাঠে নেমে আইপিএলের ইতিহাসে সব থেকে কৃপণ বোলিং করেছেন। তিনি ওভার প্রতি ৬.৩৩ রান খরচ করেছেন।
সেরা বোলিং: ২০১৯ আইপিএলে হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১২ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন আলজারি জোসেফ। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত এটিই এক ম্যাচে সেরা বোলিং পারফর্ম্যান্স।
6/9সেরা বোলিং: ২০১৯ আইপিএলে হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১২ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন আলজারি জোসেফ। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত এটিই এক ম্যাচে সেরা বোলিং পারফর্ম্যান্স।
সব থেকে বেশি হ্যাটট্রিক: অমিত মিশ্র ১৫৪টি ম্যাচে মাঠে নেমে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ৩ বার হ্যাটট্রিক করেছেন।
7/9সব থেকে বেশি হ্যাটট্রিক: অমিত মিশ্র ১৫৪টি ম্যাচে মাঠে নেমে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ৩ বার হ্যাটট্রিক করেছেন।
সব থেকে বেশি বার ৪ উইকেট: সুনীল নারিন ১৩৪টি ম্যাচে মাঠে নেমে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ৭ বার ইনিংসে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।
8/9সব থেকে বেশি বার ৪ উইকেট: সুনীল নারিন ১৩৪টি ম্যাচে মাঠে নেমে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ৭ বার ইনিংসে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।
এক ম্যাচে সব থেকে খরুচে বোলিং: হায়দরাবাদের বাসিল থাম্পি ২০১৮ আইপিএলে চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ৪ ওভারে ৭০ রান খরচ করেন। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে এটিই সব থেকে খরুচে বোলিংয়ের রেকর্ড।
9/9এক ম্যাচে সব থেকে খরুচে বোলিং: হায়দরাবাদের বাসিল থাম্পি ২০১৮ আইপিএলে চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ৪ ওভারে ৭০ রান খরচ করেন। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে এটিই সব থেকে খরুচে বোলিংয়ের রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.