সকলকে চমকে দিয়ে মাত্র ২৫ বছরেই অবসর ঘোষণা বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকার

টেনিস বিশ্বকে চমকে দিয়ে হঠাৎ করেই মাত্র ২৫ বছর বয়সে অবসর ঘোষণা করে বসলেন অ্যাশলে বার্টি। তাও সিংহাসনে বসে থাকাকালীন। বিশ্বের ১ নম্বর টেনিস প্লেয়ার এখন অ্যাশ বার্টি। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনও জেতেন তিনি। তাও ৪৪ বছর পর কোনও অস্ট্রেলীয় প্লেয়ার হিসেবে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হন তিনি। কেরিয়ারের মধ্য গগনে থাকার সময়েই কেন তিনি অবসর ঘোষণা করলেন, তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে।

ইনস্টগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন অজি তারকা। তিনি সেই ভিডিয়োতে বলেছেন, ‘দিনটি আমার জন্য খুবই কঠিন এবং আবেগে ভরা। কারণ আমি টেনিস থেকে অবসর ঘোষণা করছি। আমি নিশ্চিত ছিলাম না কী ভাবে এই খবরটি আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি আমার ভালো বন্ধু @caseydellacqua কে আমাকে সাহায্য করতে বলেছি। এই খেলাটি আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং গর্বিত এবং পরিপূর্ণ বোধ করছি। যাঁরা আমাকে এত দিন ধরে সমর্থন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। সকলের সঙ্গে যে স্মৃতি তৈরি হয়েছে, তার জন্য আমি সব সময়ে কৃতজ্ঞ থাকব। আগামীকাল আমার প্রেস কনফারেন্সে আরও কিছু বলার রয়েছে।’ প্রসঙ্গত বৃহস্পতিবার অ্যাশ বার্টির সাংবাদিক সম্মেলন করা কথা রয়েছে।

বার্টি ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০২১-এ উইম্বলডন শিরোপা জেতে। আর এই বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন না পাওয়ার আক্ষেপও পূরণ করে নেন।

https://www.instagram.com/p/Cbbbr7xBX7N/?utm_source=ig_embed&ig_rid=19cc038e-004c-4b2b-b006-b2f78130c9a0

ডব্লিউটিএ মাত্র ২৫ বছরের অ্যাশ বার্টির অবসর নেওয়ার সিদ্ধান্তকে নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে লিখেছে, ‘বর্তমান ডব্লিউটিএ বিশ্বের এক নম্বর অ্যাশলে বার্টি একটি অসাধারণ কেরিয়ারের পর আজ (বুধবার) পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.