India vs England 2021: শুক্রবার ম্যাঞ্চেস্টারে কি টেস্ট শুরু হবে? হলেও শেষ পর্যন্ত কোহলীর দলে খেলবেন কারা

ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের এক সমর্থক করোনায় আক্রান্ত হওয়ায় সঙ্গে সঙ্গেই বদলে গিয়েছে আবহ। সিরিজ জয়ের স্বপ্ন দেখা বিরাট কোহলীর দলের সামনে আচমকাই আশঙ্কার মেঘ। ম্যাঞ্চেস্টারের টেস্ট কি আদৌ শুরু করা যাবে? প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই।

ভারতীয় দলের সহকারী সাপোর্ট স্টাফ যোগেশ পারমার বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্ত হওয়ার পরেই সে দিনের অনুশীলন বাতিল করে দেওয়া হয়। ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয় যে যাঁর ঘরে থাকতে। তাঁদের উপর আর এক রাউন্ড কোভিড পরীক্ষাও হয়েছে। সেই পরীক্ষার ফল এখনও আসেনি। তবে সেখানে নেতিবাচক ফল পাওয়া গেলে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

শোনা গিয়েছে, বাকিদের কারওর ফলাফলে পজিটিভ আসেনি। যোগেশকে তাই বাকিদের থেকে আলাদা করে রাখা হয়েছে। এমনিতেই ভারতের আর এক ফিজিয়ো নীতিন পটেল করোনায় আক্রান্ত। এ বার যোগেশও আক্রান্ত হওয়ায় সম্ভবত ইংল্যান্ডের কোনও ফিজিয়োর সাহায্য নিতে হবে ভারতকে।

জানা গিয়েছে, বুধবার অনুশীলন থেকে ফেরার পরেই পারমারের শরীরে কোভিডের উপসর্গ দেখা দেয়। কোনও ঝুঁকি না নিয়ে তিনি পরীক্ষা করান। তার আগে তিনি একাধিক ভারতীয় ক্রিকেটারের সংস্পর্শে এসেছেন।

করোনায় আক্রান্ত হওয়ায় ম্যাঞ্চেস্টারে আসেননি ভারতের কোচ রবি শাস্ত্রী। বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরও লন্ডনে নিভৃতবাসে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.