চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন দু’দলের বেশ কিছু ক্রিকেটার। দেখে নেওয়া যাক তালিকা।
১.চেন্নাইয়ের হয়ে আইপিএলে ১০০০ রান পূর্ণ করতে ডোয়েন ব্র্যাভোর দরকার ১৮ রান। কোনও একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০০ রান ও ১০০ উইকেট সংগ্রহ করা দ্বিতীয় ক্রিকেটারে পরিণত হতে পারেন ব্র্যাভো। এমন নজির রয়েছে একমাত্র রবীন্দ্র জাদেজার।
২. ৯টি ছক্কা মারলে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে ২০০টি ছক্কা মারার নজির গড়বেন। তাছাড়া এটিই হতে চলেছে ধোনির টি-২০ কেরিয়ারের ৩৫০তম ম্যাচ।
৩. পঞ্জাব কিংসের হয়ে ৫০তম ম্যাচে মাঠে নামতে চলেছেন মায়াঙ্ক আগরওয়াল। তিনি ৫০ রান করলে টি-২০ কেরিয়ারে ৪০০০ রান পূর্ণ করবেন।
৪. ৪টি উইকেট নিলে আইপিএলে ৫০টি উইকেট পূর্ণ করবেন রাহুল চাহার।
৫. ৪২ রান করলে আইপিএলে ৪০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন আম্বাতি রায়াড়ু।
৬. ৬টি ছক্কা হাঁকালে আইপিএলে ৫০টি ছক্কার মাইলস্টোন ছোঁবেন মইন আলি। ১টি উইকেট নিলে টি-২০ ক্রিকেটে ১৫০ উইকেট পূর্ণ হবে মইনের।
৭. ১টি চার মারলে আইপিএলে ১০০টি চার মারার নজির গড়বেন জনি বেয়ারস্টো। ৪টি ছক্কা মারলে তিনি আইপিএলে ৫০টি ছক্কার মাইলস্টোন ছোঁবেন।
৮. ৭টি চার মারলে টি-২০ কেরিয়ারে ১০০০টি চার মারার মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন শিখর ধাওয়ান।
৯. ১৪ রান করলে টি-২০ কেরিয়ারে ২০০০ রান পূর্ণ করবেন ভানুকা রাজাপক্ষে।
১০. ৩৫ রান করলে টি-২০ ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করবেন রবীন্দ্র জাদেজা। ৭১ রান করলে তিনি আইপিএলে ২৫০০ রানের মাইলস্টোন ছোঁবেন।
১১. ৪টি ছক্কা মারলে টি-২০ ক্রিকেটে ২৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়বেন লিয়াম লিভিংস্টোন।