Breaking: অশ্বিন-অক্ষরের স্পিনে ৮১ রানে শেষ ইংল্যান্ড

টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনের আগেই ১৭ উইকেটের পতন৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক৷ মোতেরার নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ডের ডে-নাইট টেস্ট যে পাঁচ দিন গড়াবে না, তা বোঝা গিয়েছিল প্রথম দিনেই৷ কিন্তু দ্বিতীয় দিনেই টেস্ট অন্তিমলগ্নে পৌঁছবে, তা কেউ ভাবেননি৷ সিরিজের তৃতীয় তথা পিঙ্ক বল টেস্ট জয়ের জন্য ভারতের দরকার মাত্র ৪৮ রান৷

মাত্র দেড় দিনেই তিন ইনিংস শেষ৷ মোতেরার বাইশ গজে স্পিনারদের স্বর্গরাজ্য আর ব্যাটসম্যানদের দুর্ভেদ্য ভূমি৷ প্রথম ইনিংসে ইংল্যান্ডে ১১২ রানে শেষ করে ম্যাচে জাঁকিয়ে বসেছিল ভারত৷ কিন্তু বিরাট কোহলিদের স্বপ্নভঙ হয় জো রুটের স্পিনে৷ ইংল্যান্ড অধিনায়কের দুরন্ত স্পিন বোলিংয়ের সাক্ষী থাকল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম৷ আমদবাদে পিঙ্ক বল টেস্টে ভারতীয় ইনিংসকে শেষ করে দিলেন রুট৷

ইংল্যান্ডের ১১২ রানে জবাবে মাত্র ১৪৫ রান গুটিয়ে যায় ভারত৷ সৌজন্যে ক্যাপ্টেন রুটের দুরন্ত বোলিং৷ ৬.২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৮ রান খরচ করে ভারতীয় ইনিংসের পাঁচ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরান রুট৷ টেস্ট কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি একগুচ্ছ রেকর্ড গড়লেন ইংল্যান্ড ক্যাপ্টেন৷মাত্র ৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে বল হাতে টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন রুট৷ টেস্ট ক্রিকেটে স্পিনার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার ক্ষেত্রে সেরা ইকনোমিক বোলিং এটাই৷ চারটি উইকেট নেন জ্যাক লিচ৷

কিন্তু রুট ও লিচের স্পিনে ইংল্যান্ড ম্যাচে ফিরলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ কারণ দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের সামনে আরও ভয়াবহ অবস্থা হয় ইংরেজ ব্যাটসম্যানদের৷ প্রথম ইনিংসে ৩৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড৷ প্রথম ইনিংসের মতো ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ইংরেজ ব্যাটসম্যানরা৷ ইংল্যান্ড ইনিংসের সর্বোচ্চ স্কোর বেন স্টোকসের ২৫৷ মাত্র তিন ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছন৷ রুট ১৯ এবং ওলি পোপ ১২ রান করেন৷

ইংল্যান্ড ইনিংসের ১০টি উইকেটই তুলে নেন ভারতীয় স্পিনাররা৷ অক্ষর ৩২ রানে ৫টি এবং অশ্বিন ৪৮ রান দিয়ে চারট উইকেট নেন৷ অপর উইকেটটি নেন প্রথম ইনিংসে বল করার সুযোগ না-পাওয়া ওয়াশিংটন সুন্দর৷ প্রথম ইনিংসে অক্ষর ছ’টি ও অশ্বিন তিনটি উইকেট নিয়েছিলেন৷ অপর উইকেটটি ছিল ইশান্ত শর্মার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.