Google Maps ব্যবহার করেন? হঠাৎ শুনতে পাচ্ছেন অন্য কারও গলার শব্দ? জানুন কারণ

1/5অনেকেই রাস্তাঘাটে পথ চিনতে গুগল ম্যাপস ব্যবহার করেন। সেখানে ন্যাভিগেশনের ভয়েস হিসাবে একজন মহিলার কন্ঠস্বর শোনা যায়। ছবি : গুগল ম্যাপস  (Google Maps)

তবে এই কন্ঠস্বর নিয়েই শোরগোল পড়ল সোশ্যাল মিডিয়ায়। বিষয়টা কী তা জানেন? ছবি : গুগল ম্যাপস  (Google Maps)
2/5তবে এই কন্ঠস্বর নিয়েই শোরগোল পড়ল সোশ্যাল মিডিয়ায়। বিষয়টা কী তা জানেন? ছবি : গুগল ম্যাপস  (Google Maps)
বহু ব্যবহারকারী জানিয়েছেন, মহিলার বদলে মাঝে মাঝে ভারতীয় পুরুষের কন্ঠস্বরে ন্যাভিগেশন দেওয়া হচ্ছে। কোনওরকম সেটিংসের বদল ছাড়াই এমনটা হচ্ছে। ছবি : গুগল ম্যাপস  (Google Maps)
3/5বহু ব্যবহারকারী জানিয়েছেন, মহিলার বদলে মাঝে মাঝে ভারতীয় পুরুষের কন্ঠস্বরে ন্যাভিগেশন দেওয়া হচ্ছে। কোনওরকম সেটিংসের বদল ছাড়াই এমনটা হচ্ছে। ছবি : গুগল ম্যাপস  (Google Maps)
অনেকের আবার দাবি এটা ভারতীয় অ্যাকসেন্ট নয়। বরং পার্সিয়ান অ্যাকসেন্ট। সেক্ষেত্রে এটি গুগল ম্যাপস-এর কোনও গ্লিচ বা এক্সপেরিমেন্ট বলেই ধরে নিতে হয়। ছবি : গুগল ম্যাপস  (Google Maps)
4/5অনেকের আবার দাবি এটা ভারতীয় অ্যাকসেন্ট নয়। বরং পার্সিয়ান অ্যাকসেন্ট। সেক্ষেত্রে এটি গুগল ম্যাপস-এর কোনও গ্লিচ বা এক্সপেরিমেন্ট বলেই ধরে নিতে হয়। ছবি : গুগল ম্যাপস  (Google Maps)
এই ভয়েসের বিষয়ে টুইট করেছেন অনেকে। কিছুক্ষেত্রে গুগল ম্যাপস রিপ্লাইও দিয়েছে। সেখানে দ্রুত এর সুরাহা করার আশ্বাস দেওয়া হয়েছে। ছবি : গুগল ম্যাপস  (Google Maps)
5/5এই ভয়েসের বিষয়ে টুইট করেছেন অনেকে। কিছুক্ষেত্রে গুগল ম্যাপস রিপ্লাইও দিয়েছে। সেখানে দ্রুত এর সুরাহা করার আশ্বাস দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.