পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু তলে তলে চালাত জেহাদি কার্যকলাপ। আইএসআইএস-এও যোগ দেওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু ভেস্তে দিল এনআইএ। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে দেশের একাধিক শহরে হানা দেয় এনআইএ। সেই তল্লাশি অভিযান চলাকালীনই বেঙ্গালুরু থেকে এই জঙ্গিকে গ্রেফতার করা হয়।
জঙ্গির নাম আরিফ। পেশায় সে এক জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অভিযোগ ইঞ্জিনিয়ারিংয়ের আড়ালে সে একাধিক জেহাদি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত। তার বেঙ্গালুরু থেকে ইরানে পালিয়ে যাওয়ার ছক ছিল। সেখান থেকে আফগানিস্তানে গিয়ে আইসিস জঙ্গি সংগঠনে যোগ দিতে চেয়েছিল আরিফ। গত দু’ বছর ধরে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছিল সে।
এনআইএ সূত্রের খবর, বেঙ্গালুরুতে এক আল কায়দা জঙ্গি আত্মগোপন করে আছে। সূত্র মারফত এই খবর পেয়ে আরিফের ডেরায় হানা দেয় তারা। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। সন্দেহভাজন ওই আল-কায়দা জঙ্গির কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। সেই ল্যাপটপেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য মিলছে। এনআই-র আশা, আরিফকে জিজ্ঞাসাবাদ করে আরও জঙ্গিদের তথ্য মিলবে।