‘প্রস্তুত ভারত’, তালিবানের উপর ‘এয়ারস্ট্রাইকে’র হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের!

আর কয়েকমাস পরই অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আবহে আফগানিস্তানের নয়া কট্টরপন্থী শাসকদের আক্রমন শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। রবিবার সামাজিক প্রতিনিধি সম্মলনে বক্তব্য পেশ করার সময় যোগী বলেন, ‘তালিবান যদি ভারতের দিকে আসে, তাহলে তাদের উপর বিমান হানার জন্য প্রস্তুত ভারত।’

এদিন যোগী বলেন, ‘বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরও অনেক শক্তিশালী হয়েছে ভারত। কোনও দেশ এখন আর ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতে পারে না। তালিবান আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের পরিস্থিতিও অস্থির করে তুলেছে। তবে তালিবান জানে, তারা যদি আমাদের দেশের দিকে আসে, তাহলে তাদের উপর বিমান হানা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ভারত।’ট্রেন্ডিং স্টোরিজ

এদিকে অখিলেশ যাদবের নয়া জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টিকে আক্রমণ শানাতে সেই দলের প্রধান প্রধান প্রকাশ রাজভারকে তোপ দাগেন যোগী। যোগী অভিযোগ করেন, রাজভার শুধু নিজের পরিবারের কথাই ভাবেন। যোগী বলেন, ‘বাবা মন্ত্রী হতে চেয়েছিলেন, এক ছেলে সাংসদ হতে চেয়েছিলেন, আরেকজন বিধান পরিষদের সদস্য হতে চান। যাঁর এই ধরণের প্রতারণার রাজনীতি করেন, তাঁদের দোকান বন্ধ হয়ে যাওয়া উচিৎ।’

জাতপাতের অঙ্কে শান দিয়ে যোগীকে আরও বলেন, ‘আমার মন্ত্রিসভায় রাজভার সম্প্রদায়ের দু’জন মন্ত্রী ছিলেন। মন্ত্রিসভার বৈঠকে একজন মন্ত্রী বাহরাইচে মহারাজা সুহেলদেবের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণের বিরোধিতা করেছিলেন। তবে অনিল রাজভার চেয়েছিলে যাতে একটি মহারাজের সম্মানে একটি বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তাঁর ইচ্ছে মতো বাহরাইচে একটি বিশাল স্মৃতিসৌধ তৈরি করা হচ্ছে। সুহেলদেবের নামে বাহরাইচের মেডিক্যাল কলেজের নামকরণ করেছে বিজেপি সরকার। মহারাজা সুহেলদেবের জন্য বিরোধী দলগুলো কী করেছে?’ পাশাপাশি কংগ্রেসকে তোপ দেগে এদিন যোগী প্রশ্ন করেন, ‘যাঁরা অযোধ্যায় (করসেকদের উপর) গুলি চালিয়েছিলেন, তাঁদের কি দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার সাহস আছে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.