মালদা জেলা, দ্বিতীয় পর্ব, আমরা দেখে নেব এই জেলার ৬টি বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গের মালদা বিভাগের অন্তর্গত মালদা একটি জেলা। ১৯৪৭ সালের ১৭ই আগস্ট, পুরোনো মালদহ জেলার অংশবিশেষ নিয়ে মালদহ বা মালদা জেলা তৈরী হয়। জেলাটির জেলাসদর হচ্ছে ইংরেজ বাজার। মালদহ ও চাঁচল মহকুমা দুটি নিয়ে মালদহ জেলাটি তৈরী হয়েছে। মালদা জেলাটির অবস্থান পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ৩৪৭ কিলোমিটার উত্তর দিকে ৷

মালদহ জেলাটি মূলত কৃষিনির্ভর। বড় শিল্পে এই জেলা বিশেষ অনুন্নত হলেও এখানকার ক্ষুদ্র ও কুটির শিল্পের যথেষ্ট সুনাম আছে। সুলতানি যুগের বিভিন্ন স্থাপত্য নিদর্শনকে নিয়ে একটি উল্লেখযোগ্য পর্যটন শিল্পও মালদায় বিকাশলাভ করেছে। মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের দ্বিতীয় সাধারণ বিশ্ববিদ্যালয়। মালদা জেলা ফজলি আম-এর জন্য সুপরিচিত। আমের অন্যান্য প্রকারগুলি হলো গোপালভোগ, বৃৃন্দাবনী , ল্যাংড়া , ক্ষীরশাপাটি , কৃষ্ণভোগ ৷ এছাড়া পাটচাষ ও সিল্কের কাজ বহুল পরিমানে এই জেলায় হয় ৷ পশ্চিমবঙ্গে রেশম শিল্পের জন্য খ্যাত। রেশম উৎপাদনে মাালদার অবদান ৮৫%, যার বাজারদর অর্থ মূল্যে প্রায় ৪ কোটি টাকার বেশি ৷ কৃৃষি ছাড়াও মালদহ, গৌড়-পান্ডুয়া বহু পুরানো ঐতিহ্য ও পর্যটনস্থল যা জেলাটির অর্থনীতীর অন্যতম উৎস।

মালদা জেলার ১২টি বিধানসভার মধ্যে মানিকচক, মালদা, ইংলিশবাজার,মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর এই ৬টি বিধানসভা কেন্দ্র নিয়ে মালদা জেলার দ্বিতীয় পর্বের ভোটরঙ্গের আলোচনা করবো।

মানিকচক বিধানসভা কেন্দ্র :

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই জেলার মানিকচক বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ মোত্তাকিন আলম ৭৮ হাজার ৪৭২ ভোট পেয়ে তৃণয়মূল প্রার্থী সাবিত্রী মিত্রকে পরাজিত করেন। তৃণয়মূল প্রার্থী পান ৬৫ হাজার ৮৬৯টি ভোট।

মালদা বিধানসভা কেন্দ্র :

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মালদা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার ৮৮ হাজার ২৪৩ ভোট পেয়ে তৃণমূলের দুলাল সরকারকে পরাজিত করেন। তৃণমূল প্রার্থীই পান ৫৪ হাহাজার ৯৩৪টি ভোট।

ইংলিশবাজার বিধানসভা কেন্দ্র:

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই জেলার ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ ১ লক্ষ ৭ হাজার ১৮৩টি ভোট পেয়ে তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে পরাজিত করেন। তৃণমূল প্রার্থী পান ৬৭ হাজার ৪৫৬টি ভোট।

মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র :

২৯১৬ সালের বিধানসভা নির্বাচনে এই জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন ৬৭ হাজার ৮৯ ভোট পেয়ে তৃণমূলের মোহাম্মদ নজরুল ইসলামকে পরাজিত করেন। তৃণমূল প্রার্থী পান ৩০ হাজার ৯১৫টি ভোট পান।

সুজাপুর বিধানসভা কেন্দ্র :

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ঈশা খান ৯৭ হাজার ৩৩২ ভোট পেয়ে তৃণমূল প্রার্থী আবু নাসের খান চৌধুরীকে পরাজিত করেন। তৃণমূল প্রার্থী পান ৫০ হাজার ২৫২টি ভোট পান।

বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র :

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই জেলার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বাধীন কুমার সরকার ৭০ হাজার ১৮৫ ভোট পেয়ে কংগ্রেস প্রার্থী আজিজুল হককে পরাজিত করেন। কংগ্রেস প্রার্থী পান ৬৫ হাজার ৬৮৮টি ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.