শেওড়াফুলি ঐতিহাসিক ঐতিহ্যমন্ডিত শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দিরের পবিত্রতা ভঙ্গের জন্য উঠে পড়ে লেগেছে একটি নির্দিষ্ট গোষ্ঠী। ২৭/০৯/২০২০ তে মন্দির প্রাঙ্গণে চিকেন বিরিয়ানী, মদ, মাংসের আসর বসানো হয়েছিল। এবং ও শোনা যাচ্ছে যে আগামী ২৮ কার্তিক ১৪২৭, ইংরেজি ১৪ নভেম্বর ২০২০ শনিবার, শ্রী শ্রী কালী পূজার দিন পুনরায় এরূপ একটি মোচ্ছবের আসর বসবে মন্দির প্রাঙ্গণে। স্থানীয় বক্তব্য অনুযায়ী, শেওড়াফুলি আউট পোস্টের মেজবাবু আলতাপ হোসেনের সাথে সখ্যতাই এই নক্কারজনক কাণ্ডের প্রধানতম উৎস। পুরোহিতেরাও কি জড়িত? সে সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রশ্ন – আর্য সনাতন হিন্দু মন্দিরের পবিত্রতা রক্ষার প্রধানতম কর্তব্য তাবৎ হিন্দু সমাজের। দেবোত্তর সম্পত্তি লুঠ এই রাজ্যের এক বহু চর্চিত বিষয়। এইবার কি মন্দিরের পবিত্রতা লুঠের যুগ শুরু হল? যদি তাই হয় তো হিন্দু সমাজকে সংগ্রামে অবতীর্ণ হতে হবে মন্দির রক্ষার্থে। এবং এই ভয়াবহ trend যদি একবার স্থায়িত্ব লাভ করে তাহলে সে দিন আর দূরে নেই যখন পশ্চিমবঙ্গের মন্দিরগুলির অস্তিত্ব একমাত্র ইতিহাসের পাতায়ই পাওয়া যাবে।
হিন্দুরা কি বলেন?
ANIMITRA CHAKRABORTY