পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে দিল্লিতে বৈঠক বিজেপির, চূড়ান্ত হবে প্রার্থী তালিকা

দোর গোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এবার প্রার্থী তালিকা ঘোষণার পালা। কোন বিধানসভা এলাকায় কে প্রার্থী হবেন তা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। দিল্লিতে হবে এই বৈঠক। ৬০টি সিটের জন্য প্রার্থী তালিকা নিয়ে এদিন সিদ্ধান্ত হবে।

এ বছর নির্বাচনে সরাসরি লড়াই হবে তৃণমূল ও বিজেপিতে। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় হবে নির্বাচন। ভোট গণনার দিন ধার্য হয়েছে ২ মে। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, রাজ্য বিজেপি নেতৃত্ব প্রতি সিট পিছু চার থেকে পাঁচ জনের নাম স্থির করেছে। প্রথম দুটি দফায় যে যে কেন্দ্রগুলিতে নির্বাচন হবে তার জন্যই প্রার্থী তালিকার খসড়া প্রস্তুত হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। তিনি বলেছেন, “আমাদের কাছে প্রথম ২ দফার নির্বাচনের জন্য ১২০ থেকে ১৪০ জনের নাম এসেছিল। এছাড়াও শতাধিক নাম উঠে আসছিল। তাদের মধ্যে থেকে আমরা ২০ থেকে ২৫ জনের নাম বেছে নিয়েছি। প্রতি সিটে ৪ থেকে ৫ জনের নাম শর্ট লিস্ট করেছি। বাকিটা দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।”

এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বিজেপি নেতা বি এস সন্তোষ ও দলের অন্যান্য শীর্ষ স্থানীয় নেতারা। বিজেপির তরফে জানা গিয়েছে এই কোর কমিটির বৈঠকে দলের একাধিক নতুন ও যুব কর্মীদের নাম রয়েছে। তৃণমূল থেকে দল বদল হয়ে আসা ১৯ জনকে বিজেপি এ বছর টিকিট দিতে চাইছে। তাঁদের মধ্য়ে রয়েছেন শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁরা তাঁদের পুরনো কেন্দ্র থেকেই লড়তে পারেন। দিলীপ ঘোষের খড়গপুর সর্দার কেন্দ্র থেকে লড়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, এই সিটটি ২০১৬ সালে জিতেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তিনি ইস্তফা দেন। তখন উপনির্বাচনে তৃণমূলের কাছে এই কেন্দ্র হেরে যায় বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.