বিহার মহারণ : ৫৫টি পোলিং স্টেশনে চলছে ভোটগণনা

ফের নীতীশ কুমার নাকি তেজস্বী যাদব, এবার বিহারের ক্ষমতায় কে আসতে চলেছেন তা জানা যাবে মঙ্গলবারই। মঙ্গলবার সকাল আটটা থেকে বিহারে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ভাগ্য জানা যাবে ৩,৭৫৫ জন প্রার্থীর। সর্বপ্রথম শুরু হয় পোস্টাল ব্যালট গণনা, এরপরই ইভিএম-এর ভোট গণনা শুরু হয়। বিহারে এবার তিন-দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। গত ২৮ অক্টোবর প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ হয়েছে যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। ২৪৩-সদস্যের বিহার বিধানসভায় ৩৮টি আসন তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত।


গত ২৮ অক্টোবর প্রথম দফায় বিহারের ১৬টি জেলার (উগ্র-বাম অধ্যুষিত জেলাগুলিতেও) ৭১টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায়, ৩ নভেম্বর ১৭টি জেলার ৯৪টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ। তৃতীয় দফায়, ৭ নভেম্বর ১৫টি জেলার ৭৮টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ। ভোটগণনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বিহারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য ৫৯ কোম্পানি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ৫৫টি গণনা কেন্দ্রে ভোটগণনা চলছে।
বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা ছাড়াও এদিন সকাল আটটা থেকেই দেশের ১১টি রাজ্যের ৫৮টি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। মধ্যপ্রদেশের ২৮টি বিধানসভা আসন, গুজরাটে আটটি আসন, উত্তর প্রদেশের সাতটি বিধানসভা আসন, কর্ণাটক, ঝাড়খণ্ড, ওডিশা ও নাগাল্যান্ডে দু’টি করে বিধানসভা আসন, এছাড়াও তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং হরিয়ানায় একটি করে বিধানসভা আসনের ভোটগণনা চলছে। উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের চারটি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগণনাও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.