একাধিক সাংগঠনিক বৈঠকের লক্ষে আজ শহরে পা রাখছেন অমিত শাহ

সাংগঠনিক বৈঠকের লক্ষ্যে আজ কলকাতায় আসেন অমিত শাহ (Amit Shah)। বুধবার রাতে রাজারহাটের এক হোটেল থাকবেন তিনি। প্রতিবার সকালে হেলিকপ্টারে উড়ে যাবেন বাঁকুড়া। তবে ঠিক ছিল দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি, সেখান থেকেই যাবেন বাঁকুড়া। কিন্তু মঙ্গলবার রাতে রাজ্য বিজেপির নেতারা জানান বুধবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, এদিন রাতেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় সহ রাজ্য বিজেপির (BJP) বরিষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন শাহ। বিশেষ মুহূর্তে তাঁর সফরসূচী বদল হয়েছে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির নেতারা।

বৃহস্পতিবার বাঁকুড়ার রবীন্দ্র ভবনে পশ্চিমবাঞ্চলের জেলাগুলির নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। উপস্থিত থাকবেন দুই মেদিনীপুর ও বর্ধমান সহ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলার বিজেপি নেতারা। পুজোর আগে উত্তরবঙ্গে একই ধরনের বৈঠক করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জেপি নাড্ডা। আগামী মাস চারেকের মধ্যেই রাজ্য বিধানসভা নির্বাচন। এই লক্ষ্যে সংগঠনকে এখন থেকেই তৈরি রাখতে চাইছেন বিজেপির শীর্ষ নেতারা। মনে করা হচ্ছে, ১০ বিহারের মর্ম মিটে গেলে অমিত শাহ পুরোপুরি মনোনিবেশ করবেন পশ্চিমবঙ্গের সাধারণ বিধানসভা নির্বাচনে। সেই লক্ষ্যেই আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গে থেকে একাধিক সাংগঠনিক বৈঠক করার কথা তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.