লাভ জেহাদ” এর পর এবার ল্যান্ড জিহাদের বিরুদ্ধে গর্জে উঠল মুম্বাই

“লাভ জেহাদ” এর পর এবার ল্যান্ড জিহাদের বিরুদ্ধে গর্জে উঠল মুম্বাই

হিন্দু সমাজের উপর জেহাদী আক্রমন এর ঘটনা নতুন কিছু না। নিত্যনতুন দিনে নতুন নতুন ভাবে এই জেহাদ নেমে আসে। বিভিন্ন রকম তার রূপ। লাভ জেহাদ‚ ল্যান্ড জেহাদ ইত্যাদি ইত্যাদি।

আর এবার সেই ল্যান্ড জেহাদের বিরুদ্ধেই প্রতিবাদে গর্জে উঠল মুম্বাইয়ের হিন্দুরা।

মুম্বাইতে “সকল হিন্দু সমাজ” নামে একটা সংগঠন এর নেতৃত্বে আন্দোলনে নামছে হিন্দুরা। আজ প্রায় এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে মুম্বাইতে।
হিন্দুদের রাম মন্দিরের পাশে একটি কবরস্থান (কবরস্থান) নির্মানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পশ্চিম শহরতলির মারোলির এয়ারে কলোনি চেকপোস্টে রবিবার সমাবেশের পরিকল্পনা করেছে সকল হিন্দু সমাজ।

সংগঠনটির তরফে জানানো হয়েছে যে‚ উক্ত সমাবেশটি ‘ল্যান্ড জেহাদের’ বিরুদ্ধে এবং “হিন্দু-অধ্যুষিত এলাকায় মুসলমানদের জমি দখলের” বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে অনুষ্ঠিত হচ্ছে। সব হিন্দুকে এই জনসভায় যোগদানের আহ্বান জানানল একটা পোস্টারে বলা হয়েছে‚ “রাম মন্দিরের পাশে কবরস্থানের অনুমতি দেওয়া হবে না। আমাদের প্রতিবাদ করতে হবে এবং এই ধরনের কবরস্থান তৈরীতে বাঁধা দিতে হবে।”

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এর নেতা এবং সকল হিন্দু সমাজের প্রধান মুখপাত্র শ্রীরাজ নায়ার বলেছেন, “আমাদের সমাবেশ এয়ারে কলোনিতে রাম মন্দিরের পাশের এলাকায় দখলদারী বন্ধ করার জন্য। আমরা অবৈধ কবরস্থানের অনুমতি দিতে পারি না।”
“ল্যান্ড জিহাদ” সম্পর্কে তিনি বলেন যে‚ বছরের পর বছর ধরে, মুসলমানদের দ্বারা দখলের ব্যাপক ঘটনা ঘটেছে…

এর আগে, সকল হিন্দু সমাজ ২৯শে জানুয়ারী মুম্বাইতে ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে একটি সমাবেশ করেছিল। মহারাষ্ট্র জুড়ে ৩০ টিরও বেশি সমাবেশের পর, সকল হিন্দু সমাজ হিন্দু জন আক্রোশ মোর্চার মুম্বাই অংশটি অনুষ্ঠিত করে ধর্মান্তর এবং ধর্মান্তকরণ এর অভিযোগের বিরুদ্ধে আইনের আহ্বান জানিয়েছিল। তাদের দাবি ছিলো লাভ জিহাদ এর প্রতিকার , এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের দোকান থেকে পণ্য কেনা বয়কট করা।

মুম্বাই পুলিশের অনুমান অনুসারে, প্রায় ১০‚০০০ থেকে ১২‚০০০ লোকের বিশাল জনসমুদ্র সমাবেশে অংশ নিয়েছিল।

সুপ্রিম কোর্টের তরফ থেকে সমাবেশের ভিডিও গ্রাফিং এবং এর বিষয়বস্তু জমা দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
মুম্বাইয়ের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রবিবারের সমাবেশের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

© souvik dutta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.