২০০১ এ পার্লামেন্টে কাপুরুষের মতো হামলা ভারত কখনই ভুলবে না: মোদী

২০০১ সালে সংসদে সন্ত্রাসী হামলার উনিশতম বার্ষিকী পূরণ হচ্ছে রবিবার। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরও অনেক বড় নেতারা সেদিনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন।

প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন, ২০০১ সালের এই দিনে পার্লামেন্টে কাপুরুষোচিত আক্রমণ দেশ কখনও ভুলতে পারবে না। সংসদ রক্ষার সময় যে শহিদেরা অদম্য বীরত্ব প্রদর্শন করে আত্মত্যাগ করেছিল তাঁদের কথা দেশ চিরকাল মনে রাখবে। শহিদদের প্রতি কৃতজ্ঞ থাকবে।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানিয়েছেন, ২০০১ সালে লোকতন্ত্রের মন্দির সংসদ ভবনে হামলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী ভারতের বীর সন্তানদের প্রতি কোটি কোটি সেলাম। দেশ চিরকাল এই অমর আত্মত্যাগের কাছে ঋণী থাকবে।

উল্লেখ্য, লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদ এর জঙ্গিরা ১৯ বছর আগে দেশের সংসদভবনে হামলা চালিয়েছিল। এতে নিহত হয় ৯ জন। এছাড়া পরে নিরাপত্তা বাহিনীর পালটা প্রতিঘাতে খতম করে সব জঙ্গিদের।

জঙ্গি হানায় যারা শহিদ হন তাঁদের মধ্যে ছিলেন দিল্লি পুলিশের পাঁচ কর্মী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের এক মহিলা কর্মী, সংসদ কমপ্লেসে নিযুক্ত এক ওয়াচ ও ওয়ার্ড কর্মচারী এবং এক বাগান পর্যবেক্ষক। গুলিবিদ্ধ হয়ে একজন ফটো সাংবাদিকও নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.