দুর্গাপুজোর আগে অতিবৃষ্টির জেরে জলস্রোতে ভেঙে যায় পাইপ লাইন। তারপর থেকেই পানীয় জলের সঙ্কট বিস্তীর্ণ আসানসোলে। তাই ভাল জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। আর সেই অবরোধ তুলতে এসে মেজাজে হারিয়ে বিক্ষোভকারীদের ওপরেই হামলা চালানোর অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, জলের বোতল হাতে বিক্ষোভকারীদের মারতে উদ্যত হন তিনি।
প্রত্যেক দিনেই পানীয় জলের দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ করছেন বল্লভপুর পঞ্চায়েতের নুপুর গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডল। উপপ্রধানকে দেখতে পেয়েই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। বিক্ষোভকারীদের দাবি, একে পানীয় জলের সমস্যা, তার ওপর ট্যাঙ্কারে করে যে জল দিয়েছে পঞ্চায়েত সেটাও পানের অযোগ্য। পচা, নোংরা ও আবর্জনাময় জল কেন তাঁদের দেওয়া হচ্ছে, এই অভিযোগ করে সরব হন তাঁরা।
বিক্ষোভকারীদের সঙ্গে এই তর্ক-বিতর্ক গড়ায় বচসায়। তার পর মেজাজ হারিয়ে বসেন পঞ্চায়েতের উপপ্রধান। অভিযোগ, এর পর উপপ্রধান তাঁর হাতে থাকা পানীয় জলের বোতল দিয়ে এলাকার বাসিন্দাদের মারধর শুরু করে দেন। আবার গোটা ঘটনাটি ঘটে পুলিশের চোখের সামনে। গ্রামবাসীরা পাল্টা প্রতিরোধ শুরু করলে ক্ষোভ প্রশমনে নামে পুলিশ। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উপপ্রধানকে। শেষ পর্যন্ত রানীগঞ্জ থানার পুলিশ দুই পক্ষকেই হঠিয়ে দেয়।