ইসকনের তরফে চিঠি পৌঁছাল রাষ্ট্রসংঘের দুয়ারে। ওই চিঠি রাষ্ট্রসংঘ যাতে বাংলাদেশের হিংসাকবলিত এলাকাগুলিতে প্রতিনিধি পাঠান, সেই আবেদনই করা হয়েছে। শুধু তাই নয়, এই মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি করেছে ইসকন কলকাতা কর্তৃপক্ষ।
কলকাতা ইসকনের তরফে এই চিঠি পাঠানো হয়েছে শনিবারে। রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনী গুটারেসকে পাঠনো ওই চিঠিতে লেখা হয়, “হিন্দু-সহ বাংলাদেশের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে লাগাতার হিংসা চলছে, অবিলম্বে সেই ঘটনার নিন্দা করার জন্য রাষ্ট্রসংঘকে আর্জি জানাচ্ছি আমরা। বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর আর্জি জানাচ্ছি”।
রাষ্ট্রসংঘে চিঠি পাঠানো সঙ্গে আহুক্রোবার রাতে কলকাতা ইসকন কর্তৃপক্ষের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও ফোন কল যায়। ফোনের এপরে ছিলেন ইসকন কলকাতার সভাপতি রাধারমণ দাস। এই প্রসঙ্গে তিনি এদিন বলেন, “শুক্রবার রাত আটটায় প্রধানমন্ত্রী বাসভবনেও ফোন করেছি। তাঁর হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। যে আধিকারিক ফোন ধরেছিলেন, তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রীকে জানিয়ে দেওয়া