প্রয়াত প্রবীণ সাংবাদিক বেদ প্রতাপ বৈদিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনক অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে সাংবাদিকতার জগতে নেমে এসেছে শোকের ছায়া। প্রবীণ সাংবাদিকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।১৯৪৪ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন প্রবীণ এই সাংবাদিক। ১৯৫৮ সালে সাংবাদিকতার জগতে তাঁর প্রবেশ। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে খ্যাতি ছিল তার।

নবভারত টাইমসের পাশাপাশি সংবাদসংস্থা PTI-য়ের সঙ্গেও যুক্ত ছিলেন বেদ প্রতাপ বৈদিক। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক রাজনীতির উপর করেছিলেন PHD। বহু ভারতীয় এবং বিদেশী গবেষণা প্রতিষ্ঠান এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে কাজ করেছেন।

দীর্ঘ সাংবাদিকতার জীবনে তাঁর উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৪ সালে জঙ্গি হাফিজ সইদের সাক্ষাৎকার নেওয়া। এর জন্য তাঁকে সমালোচনায় সম্মুখীন হতেও হয়েছিল। ২৬/১১-র কুখ্যাত মুম্বই হামলার অন্যতম মূল ষড়যন্ত্রীর সঙ্গে বেদ প্রতাপ বৈদিকের সাক্ষাৎকারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তৈরি হয় জোর বিতর্ক৷ঘটনাকে কেন্দ্র করে সেই সময় শোরগোল পড়ে যায় রাজ্যসভায়৷ কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা প্রশ্ন তোলেন, কী কারণে এবং কার প্রতিনিধি হয়ে সইদের সঙ্গে দেখা করেছিলেন সাংবাদিক বেদ প্রতাপ বৈদিক?এছাড়া, দাবি আদায়ের জন্য আন্দোলন করতে গিয়েও জেলও খেটেছিলেন বেদ প্রতাপ বৈদিক। ১৯৫৭ সালে হিন্দির দাবিতে সত্যাগ্রহের ডাক দেন তিনি। সেই সময় তাঁকে জেলবন্দি করা হয়েছিল।

হিন্দিতে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে একটি বই লেখেছিলেন প্রবীণ ওই সাংবাদিক। কিন্তু সেই বইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ১৯৬৬ সালে সংসদে ব্যাপক হইচই হয়। পরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল।

এদিকে, প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া। শোকপ্রকাশ করে টুইট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বেদ প্রতাপ বৈদিকের প্রয়াণ, সাংবাদিকতার জগতে বড় ক্ষতি বলে টুইট বার্তায় জানিয়েছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবার ও তাঁর অনুগামীদের সমবেদনা জানান।

বেদ প্রতাপ বৈদিকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী শিবপাল যাদবও। শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারতীয় সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি বলেও শোকবার্তায় জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.