ভারত আবারও ইতিহাস গড়ল করোনা টিকাকরণে। ২৭৯ দিনে ১০০ কোটি টিকা দেওয়া সম্পন্ন করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই জানিয়ে আসছিলেন, করোনার বিরুদ্ধে লড়াই করার মূল হাতিয়ার হল টিকাকরণ। তিনি নিজে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জনসংযোগ ও অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে বারবার উৎসাহ যুগিয়েছেন টিকা নেওয়ার জন্য। ১০০ কোটির মাইলফলককে পেরোনোর উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এবার উঠে এল আরও নতুন কিছু তথ্য। জানা গেল, উত্তর প্রদেশ দেশের টিকাকরণের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। যোগীরাজ্যে ১২ কোটিরও বেশী টিকাকরণ হয়েছে এখনও পর্যন্ত। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে নয় কোটি ৩৬ লক্ষ ১০ হাজার ৫৬১ টি টিকাকরণ হয়েছে, বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত। তৃতীয় স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে টিকাকরণ হয়েছে ছয় কোটি ৮৬ লক্ষ ৯৩ হাজার ৫৯৪। এর পরে রয়েছে মধ্যপ্রদেশ ও গুজরাট। সেখানে টিকাকরণ হয়েছে প্রায় ছয় কোটির বেশি।
এদিকে, পশ্চিমবঙ্গ সরকার টিকাকরণে তৃতীয় স্থান পেয়ে বড় কৃতিত্ব বলে মনে করছে। জানা গিয়েছে, টিকাকরণের মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে থেকে প্রথম স্থানে রয়েছে কলকাতা। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা ও তৃতীয় স্থানে রয়েছে হুগলি।