কর্তৃপক্ষর নামে ফাঁসিয়ে জওয়ানদের করা হয়েছে ভুয়ো কল ও মেল। ভুয়ো কল ও মেলের মাধ্যমে চাওয়া হয়েছে ব্যাঙ্ক ডিটেলস। এই ফাঁদ থেকে বাঁচতে সেনাবাহিনীর তরফে সেনা আধিকারিকদের সতর্ক করা হয়েছে। সেনা আধিকারিকরা সন্দেহ করেছেন যে, এর পিছনে চীনা হ্যাকারদের হাত রয়েছে।
জানা গেছে, সেনা আধিকারিকদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে করা এই সতর্ক বার্তায় বিভিন্ন ইউআরএল কোড, কল বা মেল থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ, জানা গেছে যে, এই সমস্ত ইউআর এল কোড, ভুয়ো কল বা ভুয়ো মেলের মাধ্যমেই সেনাবাহিনীর আর্থিক লেনদেন সম্পর্কিত দফতরের নাম করে সেনা আধিকারিকদের ব্যাঙ্ক ডিটেলস, যেমন- প্যান নম্বর ইত্যাদি জানতে চাওয়া হচ্ছে। বিশ্বাস অর্জন করার জন্য, জুলাই মাসে সেনা আধিয়াকারিকদের ডিএ বাড়তে পারে এমনটাও বলা হচ্ছে কলে বা মেলে। তাঁদের তরফে বলা হয়েছে, “আমরা আমাদের ডেটাবেস তৈরি করছি, আমাদের সাইটে লগ ইন করে কিছু তথ্য আপডেট করুন” এবং প্রদত্ত সাইটে ক্লিক করতে বলা হচ্ছে। এই পরিস্থিতিতে সেনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, সেনার তরফে কোনো রকমের ওয়েবসাইটে ক্লিক করে তথ্য চাওয়া হয়নি।
একই সঙ্গে তাঁরা সেনা আধিকারিকদের সতর্ক করে এও বলেছেন যে, সেনা আধিকারিকরা যেন সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট ওপেন না করে। জানা গেছে, সেনা আধিকারিকদের ভুয়ো কল করে নিজেদের সেনা আধিকারিকরূপে পরিচয় দিচ্ছে জালিয়াতিরা। বোনাসের নাম করে বিভিন্ন জরুরী তথ্য চাওয়া হচ্ছে। তাই, সেনা কর্তৃপক্ষের দেওয়া সতর্কবার্তায় স্পষ্ট জানিয়ে দেয়াও হয়েছে যে, তাঁরা যেন এই সমস্ত কল বা মেলের উত্তর না দেন। এদিকে, সেনা গোয়েন্দারা এই জালিয়াতি তদন্তে নেমে পড়েছেন। এই জালিয়াতি পূর্ণ কল বা মেলের পিছনে চীন বা পাকিস্তানের চরেদের হাত আছে কিনা, তা খুঁজে বের করতে চিরুনী তল্লাশি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
2021-06-18