Covid Update: দেশে ফের কমল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা!

করোনার তৃতীয় ঢেউ আসতে আর বেশি দেরি নেই । মূলত উৎসবের মরশুমেই হানা দিতে পারে এই তৃতীয় ঢেউ।  তবে গত ২৪ ঘণ্টায় সামান্য কমল সংক্রমণ ও মৃতের সংখ্যা। কিন্তু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কেরলের পরিস্থিতি। সে রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তাই নতুন করে কড়া বিধিনিষেধের পথে হাঁটল কেরালা।

এদিকে রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৮৩ জন করোনা  আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৩০। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৬০ জন।

দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৩৭ হাজার ৮৩০ জন। দেশে করোনা সংক্রমণ কমলেও বাড়ল অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮ জন.ইতিমধ্যে দেশজুড়ে চলছে টিকাকরণ। এদিকে তৃতীয় ঢেউ মোকাবিলা করতে প্রস্তুত নিচ্ছে কেন্দ্র। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.