নাগরিকত্ব সংশোধনী আইনে এখনই স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ২০টি পিটিশন জমা পড়ে সর্বোচ্চ আদালতে। বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, নাগরিকত্ব সংশোধনী আইনে এখনই স্থগিতাদেশ দেওয়া হবে না। তবে গৃহীত পিটিশনের ভিত্তিতে কেন্দ্র সরকারের কাছে জবাবদিহি চেয়েছে সুপ্রিম কোর্ট।
নাগরিকত্ব সংশোধনী বিল ভারতের ধর্মনিরপেক্ষতার পক্ষে হানিকর এই মন্তব্য করে কিছু আইনজীবীর সুপ্রিম কোর্টে মামলা করেন। তাঁরা মামলার পিটিশনে জানায়, অসাংবিধানিকভাবে এই বিল নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন ও পার্সি ধর্মের মানুষদের নাগরিকত্ব দেওয়ার কথা থাকলেও, মুসলিমদের নাম উল্লেখ নেই এই বিলে। যা ভারতীয় সংবিধানের বিরুদ্ধে। এদিন এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায়, এখনই এই বিলটিতে স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়। আগে সরকার পক্ষের কাছে এই বিল সম্বন্ধে বিস্তারিত জানা হবে। তারপর জানুয়ারি মাসে রায় ঘোষণা করবে জানায় সর্বোচ্চ আদালত।