রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মাঝেও পিষে শেষ হয়ে গেল না ভারত ও রাশিয়ার চুক্তি। এখনও অস্তিত্ব রয়েছে এই চুক্তির, আর এটা পুরোপুরি বুঝিয়ে দিল রাশিয়া। রাশিয়ার তরফে জানানো হয়েছে যে, চলতি মাসেই এস-৪০০ চলে আসতে পারে ভারতে।
‘এস-৪০০’ -কে কেন্দ্র করে ভারত ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়েছিল ২০১৮ সালে ৫ই অক্টোবর তারিখে। এরপরে, ২০২১ সালে ৬ই ডিসেম্বর তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন ভারত-রাশিয়া সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতে এসে পৌঁছান। তখন সেই চুক্তির নিয়ে আবার কথা হয়। তখন আবার, আমেরিকা ‘রাশিয়ার সঙ্গে মিসাইল সিস্টেম চুক্তি’ -এর কথা উল্লেখ করে ভারত হুঁশিয়ারি দেয়। যদিও, মাথানত না করে এগিয়ে যায় ভারত।
এরপরে, চলতি বছরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে বিশ্বের নানান দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দেয়। যার ফলে চুক্তির ওপরে চুক্তির ওপরে ঘনাতে শুরু করে সংশয়ের মেঘ। কিন্তু, অবশেষে রাশিয়ার তরফে আশ্বস্ত করা হয় যে, ভারতে এপ্রিল মাসেই দ্বিতীয় এস-৪০০ মিসাইল সিস্টেম আসতে চলেছে।
2022-04-16