এন আই এ সোমবার ১৩ জন বাংলাদেশির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে চার্জশীট এনেছে।
কর্ণাটক পুলিশ গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে ওই ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
অভিযুক্তরা হলো রফিক ওরফে আশরাফ মণ্ডল ওরফে বস রফি, সবুজ শেখ, মোহম্মদ রফিকুল ইসলাম হৃদয়, রকিবুল ইসলাম, মোহম্মদ বাবু মোল্লা, মোহম্মদ আলামী হোসেন, মোহম্মদ ডালিম, হোসেন মোহম্মদ আজিম, মহম্মদ জামাল, এনামুল হক সুজন, মোহম্মদ রুহুল আমিন, হৃদয় ইসলাম এবং মহম্মদ মিলন বিশ্বাস।
১৩ জনকে বেঙ্গালুরুর এক বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয়। এদের সাথে ৭ জন মহিলা ও একটি শিশুকে উদ্ধার করা হয়।
তদন্তে যান যায় অভিযুক্তরা সকালে বেআইনি অনুপ্রবেশকারী। তারা মূলত বাংলাদেশ থেকে মেয়েদের ভারতে চাকরির প্রলোভন দিয়ে নিয়ে আসতো।