বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির আগে থেকেই বিতর্কের শীর্ষে ছিল। এরপর নানা আইনি ঝঞ্ঝাট পেরিয়ে দেশজুড়ে মুক্তি পায় দ্য কাশ্মীর ফাইলস। ছবিটি এখনও বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। পাশাপাশি দর্শক ও সমালোচকদের ভালোবাসাও পেয়েছে।
এই ছবি সেই অর্থে কোন মিডিয়া বা টিভি শো প্রচার করতে চাইনি। কিন্তু তা সত্ত্বেও ছবিটি দেখতে মানুষ প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিকে ঘিরে সুর চড়িয়েছিলেন একদল মুসলিম নেতারা। তারা জানিয়েছিলেন, এই ছবিটিকে যেন বন্ধ করে দেওয়া হয়। তার কারণ হিসেবে মুসলিম নেতারা জানিয়েছিলেন, এই ছবি সমাজে ঘৃণা ছড়াচ্ছে। শুধু তাই নয়, বলিউডের বেশ কিছু তারকারাও একই কথা জানিয়েছিলেন। এই ছবি সমাজের বুকে বিরোধিতা তৈরি করবে হিন্দু-মুসলিমের মধ্যে।
কিন্তু এবারে এই ছবি মুক্তি পেতে চলেছে মুসলিম দেশে। জানা গেছে, সংযুক্ত আরব আমিরশাহিতে মুক্তি পাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। আগামী ৭ ই এপ্রিল এই ছবি মুক্তি পাবে সংযুক্ত আরব আমিরশাহিতে। এরপর, এই ছবি মুক্তি পাবে সিঙ্গাপুরেও।
2022-04-02