এই মানুষগুলি হয়তো আর কোনোদিনও স্বাভাবিক জীবন ফিরতে পাবেন না।
শুধু মোজাম্বিক (Mozambique) নয় , আফ্রিকার বিভিন্ন দেশে , যেমন নাইজেরিয়া (Nigeria) , উগান্ডা (Uganda) , তাঞ্জানিয়া (Tanzania) , ইথোপিয়া (Ethopia) , ইরিত্রিয়া (Eritria) , সহ বিভিন্ন দেশে ইসলামিক সন্ত্রাসবাদী তথা জেহাদিরা নারীদের যুদ্ধবন্দী হিসাবে রেখে দিয়েছে।
ইসলামে অমুসলিম নারীদের সব প্রকার উপায়ে ভোগ করা বা অত্যাচার করা ইসলামী আইনসিদ্ধ।
তাই কোনো মুসলিমের কাছেই এই কাজ বেআইনি ও অনৈতিক নয়, ফলে আফ্রিকায় জেহাদিদের হাতে দিনের পর দিন, মাসের পর মাস , বছরের পর বছর অত্যাচারিত হয়েছেন ও হচ্ছেন হাজারো অমুসলিম নারী।
মূলত ইসলামিক স্টেট অফ ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (Islamic State of West African Province/ISWAP), বোকো হারাম (Boko Haram), আল শাবাব (Al Shabab) , আল সুন্না বাহ জামায়াহ (Al Sunnah Wah Jaamayah) এর মতো জেহাদিরা এই কাজ করে যাচ্ছে।
হিউমান রাইটস ওয়াচ (Human Rights Watch) থেকে এর বিহিত করার আর্জি জানানো হয়েছে।