‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর এবারে ‘দ্য বাংলাদেশ ফাইলস’ প্রদর্শনী হবার কথা ছিল যাদবপুরের পালবাজারে। জানা গিয়েছে, পালবাজারের সংস্কৃতি চক্র প্রেক্ষাগৃহে রবিবার প্রদর্শনী হওয়ার কথা ছিল ‘দ্য বাংলাদেশ ফাইলস’। কিন্তু সেই প্রদর্শনী আচমকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের ‘বাঙালি হিন্দু গণহত্যা’কে ঘিরে ঘোর আপত্তি রয়েছে। সেই কারণে এই প্রদর্শনী করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আয়োজক সংস্থা ‘পশ্চিমবঙ্গের জন্য’।
এই প্রদর্শনী বাতিল করার প্রতিবাদে রবিবার আয়োজক সংস্থারা বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দিয়েছে। জানা গিয়েছে, এই বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত হবেন বিজেপির বিভিন্ন কর্মী ও সমর্থকরা। আয়োজক সংস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেক্ষাগৃহ সংস্কৃতি চক্র জানিয়েছে, ‘পশ্চিমবঙ্গের জন্য’ সংস্থা সঠিক তথ্য দিয়ে প্রদর্শনী দেখানোর জন্য কোন আবেদন করেননি। সূত্রের খবর, এই ছবি তৈরি করা হয়েছে ১৯৭১ সালের বাংলাদেশের বাঙালি হিন্দুদের উপর অত্যাচারের উপর ভিত্তি করে। সেই সময়ে বাংলাদেশ থেকে বহু মানুষ চলে আসেন যাদবপুরে। সেই কারণে প্রথম প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল যাদবপুরে।
the bangladesh files exhibition closed in sanskriti chakra auditorium
‘পশ্চিমবঙ্গের জন্য’ সংস্থা জানিয়েছিলেন, এই ছবিকে ঘিরে কোনরকমের রাজনৈতিক যোগাযোগ নেই। তবে যদিও এই কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। এই ঘটনার পর ‘পশ্চিমবঙ্গের জন্য’ সংস্থার অন্যতম কর্তা মোহিত রায় একটি প্রেস বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘ইসলামি মৌলবাদ সমর্থক বামপন্থী সংস্থা সংস্কৃতি চক্র শেষ মুহূর্তে তাদের সভাগৃহ ব্যবহারের অনুমতি প্রত্যাহার করেছে। তাদের আপত্তি বাঙালি হিন্দু গণহত্যা নিয়ে। তারা অনুমতি দিয়েও পরে পুলিশের অনুমতি নেওয়ায় অজুহাত তোলে। আমরা কলকাতা পুলিশের হেড কোয়ার্টার ও গরফা থানার সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তারা কোনও আপত্তি করেনি।’
ওদিকে সংস্কৃতি চক্রের কর্তা প্রদীপ দত্ত জানিয়েছেন, ‘ওঁরা আবেদনে জানিয়েছিল, মুক্তিযুদ্ধ নিয়ে প্রদর্শনী হবে। কিন্তু পরে ওঁদের অনুষ্ঠান পোস্টারে দেখলাম, বাঙালি হিন্দু গণহত্যা নিয়ে প্রদর্শনী। আমরা বলেছিলাম, পুলিশের থেকে অনুমতি নিতে। পরে দেখলাম, পুলিশের কাছে অনুমতি চাইতে গিয়েও মুক্তিযুদ্ধের প্রদর্শনী বলে দাবি করেছিল ওঁরা। তাই হয়তো পুলিশ অনুমতি দিয়েছিল। কিন্তু বাঙালি হিন্দু গণহত্যা নিয়ে প্রদর্শনীর অনুমতি আমরা দিতে পারব না।’
2022-03-29