শিবরাজের রেশ ধরেই নেহরুকে ‘ক্রিমিনাল’ বললেন সাধ্বী প্রজ্ঞা

বিজেপি নেতা শিবরাজ সিং চৌহানের পর এবার দলীয় নেত্রী এবং সাংসদ সাধ্বী প্রজ্ঞার কথাতেও নেহরুকে নিয়ে শোনা একই সুর৷ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ‘ক্রিমিনাল’ বললেন সাধ্বী প্রজ্ঞা৷

কাশ্মীরে ৩৭০ ধারা লাগু করায়, গত ১১ অগস্ট মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নেহরুকে ‘ক্রিমিনাল’ বলেছিলেন৷ সোমবার শিবরাজের এই কথার রেশ ধরেই সাধ্বী প্রজ্ঞা বলেন, যে দেশকে আঘাত করার চেষ্টা করবে সে নিশ্চয়ই একটা ক্রিমিনাল৷

একইসঙ্গে জম্মু-কাশ্মীর থেকে সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর ৩৭০ এবং ৩৫এ ধারা বিলোপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করেন৷

ভোপালের এই সাংসদ বলেন, ৩৭০ ধারা বিলোপের পর দেশপ্রেমীরা আনন্দ করছেন এবং যারা এর বিরোধিতায় কান্নাকাটি জুড়েছেন তারা কখনোই দেশপ্রেমী নন৷

একদিকে তিনি কেন্দ্রের এই পদক্ষেপের প্রশংসা করেছেন, অন্যদিকে সেখানেই তিনি দিগ্বিজয় সিংকে কটাক্ষ করেছেন ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করায়৷ তিনি বলেন, লোকসভা নির্বাচনে তিনি জিতেছেন কারণ যাদের থাকা উচিত নয় তাদেরকে ভোট দেয়নি জনগণ৷ উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে ভোপালে দিগ্বিজয় সিংকে হারিয়ে জয়ী হন সাধ্বী প্রজ্ঞা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.